E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেলেন যশোরের ৯ সাংবাদিক

২০২৪ আগস্ট ০৩ ২২:৫১:২৪
প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেলেন যশোরের ৯ সাংবাদিক

যশোর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা চেক পেয়েছেন যশোরের ৯ সাংবাদিক। শনিবার (৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অতিথিরা তাদের হাতে চেক তুলে দেন। চেক বিতরণ উপলক্ষে প্রেসক্লাব যশোরে আলোচনা অনুষ্ঠান করে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

সংগঠনের সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক সমাজের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন ও প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, সাবেক সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।

উল্লেখ্য, ৯ সাংবাদিকের মধ্যে ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ২ লাখ, শাহেদ রহমান ২ লাখ, রেজওয়ান শাহীন লাকী ২ লাখ, অসিম কুমার বোস ৫০ হাজার, রেজাউল করিম রুবেল ৫০ হাজার, আব্দুল কাদের ৫০ হাজার, বিল্লাল হোসেন ৫০ হাজার ও মিরাজুল কবীর টিটো ৫০ হাজার টাকার চেক পান।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সর্বদা পাশে থাকেন। সাংবাদিকদের যে কোন প্রয়োজনে তিনি যথেষ্ট আন্তরিক। শেখ হাসিনা সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। যারা
অসহায়, অসুস্থ আছেন তারাও একই প্রক্রিয়ায় আবেদন করবেন।

সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে যে ভাবে যশোরকে দেখান আমরা সেভাবে দেখতে পায়।

(এসএম/এএস/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test