E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০২৪ আগস্ট ০২ ১৬:৪৮:০৯
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চলমান সংঘাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চারজন সাংবাদিক নিহত হয়েছেন ও ২৫০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিচারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

এ ছাড়া সাংবাদিকদের হত্যা, আক্রমণ ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সবপক্ষকেই সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিক কারও প্রতিপক্ষ নয়। অনেক সাংবাদিক আহত ও নিহত হলেও তাদের পাশে কেউ নেই।

(ওএস/এসপি/আগস্ট ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test