E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিকদের উপর ও বিটিভি ভবনে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

২০২৪ জুলাই ২৬ ২০:২৫:২৩
সাংবাদিকদের উপর ও বিটিভি ভবনে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিটিভি ভবনে হামলা, সাংবাদিক মেহেদী ও তুরাব হত্যা, নারী সাংবাাদিকদের উপর পাশবিক নির্যাতন, কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরার সাংবাদিক সমাজ এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দৈনিব কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আবুল কাশেমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বরাবরই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা এমনকি হত্যার শিকার হতে হয়। কোটা অন্দোলনকে ঘিরে সৃষ্ট নৈরাজ্যেও শত শত সাংবাদিকদের উপর হামলা হয়েছে। দুইজন সাংবাদিক নিহত হয়েছেন। বিটিভি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। নিঃসন্দেহে এটা ছাত্রদের কাজ নয়। এরসাথে স্বাধীনতাবিরোধী জঙ্গী গোষ্ঠী জড়িত। এদের বিচারের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের সুচকিৎিসার ব্যবস্থা করতে হবে।

(আরকে/এএস/জুলাই ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test