E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলে ফুলে প্রজাপতি 

২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১৬:১৮:৫৫
ফুলে ফুলে প্রজাপতি 










 

ইমরান খান রাজ

ফুলে ফুলে প্রজাপতি
করে ছুটোছুটি
খোকাখুকু খেলা করে
চলে খুনসুটি।

ছোট ছোট পিঁপড়ে
দল বেঁধে হাঁটে
রুই, শিং, কৈ-মাছ
ধরা দেয় ঘাটে৷

বিড়াল ছানা একটানা
ঘুমায় দিনরাত
ইঁদুরকে খামচে ধরে
করে কুপোকাত।

কুকুরটি ঘেউ ঘেউ
ডাকে সারাবেলা
গ্রাম দেখে খোকাখুকুর
কেটে যায় বেলা।

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test