E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাছপালাঘেরা পরিবেশে জন্ম নেওয়া শিশু স্বাস্থ্যবান হয়

২০২৫ এপ্রিল ২৫ ১৪:২৭:৩২
গাছপালাঘেরা পরিবেশে জন্ম নেওয়া শিশু স্বাস্থ্যবান হয়

নিউজ ডেস্ক : শিশুরা কেন সবুজ গাছপালাকে ভালোবাসে, ভেবে দেখেছেন কখনো? কারণটা হয়তো প্রকৃতির সঙ্গে তাদের সহজাত এক সম্পর্কেই লুকিয়ে আছে! এক নতুন গবেষণা বলছে— যেসব শিশু পার্ক বা গাছপালাঘেরা পরিবেশে জন্ম নেয় তাদের স্বাস্থ্য অন্যদের তুলনায় ভালো হয়।

যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটির ডরনসাইফ স্কুল অব পাবলিক হেলথের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গবেষকরা জানিয়েছেন, যদি কোনো নারী গর্ভকালীন সবুজ গাছপালার কাছাকাছি বসবাস করেন তাহলে তার নবজাতকের স্বাস্থ্য অন্যদের তুলনায় ভালো হয়।

গবেষণা অনুযায়ী, গাছপালার সান্নিধ্য শিশুদের জন্মকালীন ওজন ভালো থাকা এবং প্রিম্যাচিউর বা গর্ভকালীন স্বাভাবিক বয়সের তুলনায় ছোট হয়ে জন্মানোর ঝুঁকি কমাতে সাহায্য করে।

এ গবেষণার ফলাফল ‘সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট জার্নাল’-এ প্রকাশিত হয়েছে।

গবেষকরা যুক্তরাষ্ট্রের ওরেগনের পোর্টল্যান্ড শহরে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত রোপণ করা ৩৬ হাজারটিরও বেশি গাছের তথ্য বিশ্লেষণ করেছেন। তারা পর্যবেক্ষণ করেছেন, যদি কোনো মা অন্তত ১০টি গাছের কাছাকাছি বসবাস করেন, তবে তার শিশুর ওজন প্রায় ৫০ গ্রাম পর্যন্ত বাড়তে পারে।

ডরনসাইফ স্কুলের অধ্যাপক ও গবেষণার প্রধান ড. ইয়ভোন মাইকেল বলেন, যদিও পুরোনো গাছগুলোর উপকারিতা রয়েছে। নতুন লাগানো গাছও শিশুর জন্মকালীন স্বাস্থ্যকর ওজনে নেপথ্য ভূমিকা রাখে। এটা প্রমাণ করে যে, গাছ লাগানো এক সহজ ও সাশ্রয়ী উপায়, যা জীবনের শুরু থেকেই জনস্বাস্থ্য উন্নত করতে পারে।

গাছ লাগানোর পর জন্মহার, কম ওজন বা সময়ের আগেই জন্ম নেওয়ার মতো ঝুঁকিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে গবেষণায় উঠে এসেছে। গবেষকরা বলছেন, এটি শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

সবুজঘেরা পরিবেশ মানেই সুস্থ জীবন, শুরুটা হোক জন্ম থেকেই।

(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test