E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত 

২০২৩ ডিসেম্বর ১৩ ১৮:২৮:৫৯
নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ৫২তম হানাদার মুক্ত দিবস নীলফামারীতে পালিত হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। দিবসটি পালন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। 

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আজ বুধবার সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (সাবেক উপ-সচিব), বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষণ কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসসয় উপস্থিত ছিলেন।

এরপর একটি বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। শহিদ মিনার প্রাঙ্গণে ৫২তম হানাদার মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

১৯৭১ সালের এই দিনে নীলফামারীকে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার মুক্ত করে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। বীর মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ শ্লোগানে রাস্তায় নেমে আসে মুক্তিকামী সব শ্রেণি পেশার মানুষ। বিজয়ের উল্লাস আর শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে মহকুমা শহর নীলফামারী।

(ওকে/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test