E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোবিন্দগঞ্জ হানাদারমুক্ত দিবস পালিত

২০২৩ ডিসেম্বর ১৩ ১৬:৫১:৪৭
গোবিন্দগঞ্জ হানাদারমুক্ত দিবস পালিত

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ১২ ডিসেম্বর (মঙ্গলবার) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে হানাদার মুক্ত দিবস পালন করেছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। 

এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, '১৯৭১ সালে জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বহু রক্ত-প্রাণ ও মা-বোনের বিবিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমার বাবা একজন গর্বিত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে আমার বাবার মতো বহু মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করেছেন। ১৯৭১ সালের ১২ ই ডিসেম্বর আমাদের গোবিন্দগঞ্জ উপজেলাকে তাঁরা পাকিস্তানী হানাদারদের হাত থেকে মুক্ত করেছেন। আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে এই দিবসটি প্রতি বছরই পালন করি এবং এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করে থাকি।’

ভবিষ্যতেও এই দিবসটি গর্বের সহিত গোবিন্দগঞ্জবাসী পালন করবে বলেও বিশ্বাস করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

(আরআই/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test