হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক : শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে হুয়াওয়ে আবারও উদ্বোধন করেছে ’সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতা। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবে।
এই বছর প্রতিযোগিতাটির বাংলাদেশ রাউন্ডের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবে হুয়াওয়ে মেটবুক। এছাড়া প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপের জন্য থাকছে যথাক্রমে হুয়াওয়ে প্যাড এবং হুয়াওয়ে স্মার্ট ওয়াচ। এর পাশাপাশি বাংলাদেশ রাউন্ডের সেরা ৮ শিক্ষার্থী টেকফরগুড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চীন ভ্রমণের সুযোগ পাবে।
আজ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিবন্ধন শুরুর ঘোষণা দেয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাননীয় ফয়েজ আহমদ তৈয়্যব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এআই, ক্লাউড এবং সেমিকন্ডাক্টর খাতের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ করছে। এসব বিষয়ের জন্য আমরা একটি বৃহৎ ডিজিটাল রূপান্তরের মাস্টার প্ল্যান চালু করব। টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে হুয়াওয়ের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। অতএব, এখানে তাদের একটি ভূমিকা রয়েছে, যেটি এই রূপান্তরকে সাহায্য করতে পারে। আমি হুয়াওয়েকে এআই এবং ডিজিটাল ও কম্পিউটার প্রযুক্তির ল্যাবের মাধ্যমে আরও বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাতে চাই, যাতে দেশের তরুণরা সুযোগ পেতে পারে।”
শীষ হায়দার চৌধুরী বলেন, “বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই রূপান্তরের প্রক্রিয়ায় হুয়াওয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত অংশীদার। হুয়াওয়ে ও চীনকে এই দারুণ বৈশ্বিক উদ্যোগের জন্য অভিনন্দন জানাই। তারা এর মাধ্যমে বিশ্বজুড়ে ১৮,০০০-এরও বেশি শিক্ষার্থীকে সহায়তা করেছে এবং ৫০০-টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে।”
লি শাওপেং বলেন, “স্থানীয় মেধা বিকাশে হুয়াওয়ের প্রতিশ্রুতির পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চীন-বাংলাদেশ সহযোগিতা আরও দৃঢ় করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই। হুয়াওয়ে টানা ১১ বছর ধরে এই কর্মসূচি সম্পন্ন করেছে। এর মাধ্যমে ১২০ জনেরও বেশি বাংলাদেশী অংশগ্রহণকারী চীনে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তাদের অনেকেই এখন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শীর্ষ পর্যায়ে আছে এবং তাদের মধ্যে কেউ কেউ হুয়াওয়ে বাংলাদেশের হয়ে কাজ করছে। এর মাধ্যমে তারা চীন-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রেও অবদান রাখছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি বলেন, “অনেক বছর ধরে এই প্রতিযোগিতা বৈশ্বিক উদ্ভাবন ও স্থানীয় সম্ভাবনার মধ্যে এক সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বমানের প্রশিক্ষণ, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা এবং আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছে। তাদেরকে অনুপ্রাণিত করতে, দক্ষ করে গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে আমরা এই ধরনের উদ্যোগের মাধ্যমে কাজ করে যাচ্ছি যাতে তারা দেশের ডিজিটাল অগ্রগতির নেতৃত্ব দিতে পারে।”
স্নাতক পর্যায়ের ৩য় বা ৪র্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা হুয়াওয়ে ’সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’ প্রোগ্রামে আবেদন করতে পারবে। আবেদনকারীদের শেষ সেমিস্টার অক্টোবর ২০২৫-এর পর শুরু হতে হবে। এছাড়া আবেদনকারীদের সিজিপিএ ন্যূনতম ৩.৩০ হতে হবে। এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদেরকে নিজেদের সাম্প্রতিক একটি ছবিসহ জীবন বৃত্তান্ত [email protected] ঠিকানায় ইমেইল করতে হবে। জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা, সিজিপিএ, সহশিক্ষা কার্যক্রম, টেলিকমিউনিকেশন ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ ও এর কারণ, এবং খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
সিভি যাচাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা অনলাইন সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য হুয়াওয়ে ২০ ঘণ্টার একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড প্রযুক্তি ও ডিজিটাল পাওয়ারসহ আরও বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে একটি চার দিনব্যাপী বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে, যাতে ব্যবসা, প্রযুক্তিনির্ভর ধারণা এবং দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। বুট ক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের একটি প্রকল্প জমা দিতে হবে এবং সেটি উপস্থাপন করতে হবে। এসব মূল্যায়নের পরে বাংলাদেশ থেকে ৮ জন বিজয়ী নির্বাচিত হবে যারা হুয়াওয়ের চীনের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ ও টেকফরগুড প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামটি সারা বিশ্বে বেশ সাড়া ফেলেছে। ১৪১টি দেশের ১৮,০০০-এরও বেশি শিক্ষার্থী সরাসরি এর ফলে উপকৃত হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশ চালু হওয়ার পর থেকে 'সিডস ফর দ্য ফিউচার' দেশের তরুণরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আসছে। এর মাধ্যমে তারা অত্যাধুনিক প্রযুক্তি ও শিল্পখাতের বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে জানতে পারছে।
(পিআর/এসপি/এপ্রিল ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- 'হিলিতে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়'
- কেউ কথা রাখে নি
- ‘বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম’
- কাবাডি টেস্ট সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশ নারী দলের
- ‘যারা পরাজিত হয়েছেন, তাদের মতামতগুলোও আমরা নেবো’
- আবারও জুটি বাঁধছেন আল্লু-পূজা
- নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট দেখে বিস্মিত জামায়াত আমির
- রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়লো
- ডিসেম্বরের আগেই নির্বাচন চান বাম দলের নেতারা
- সাতক্ষীরায় কৃষক বিজয় মণ্ডলকে নাশকতার মামলায় গ্রেপ্তার
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ‘কিউবা থেকে আমরা লং টার্ম সার্ভিস পেতে পারি’
- রামগরুড়ের ছানা
- ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- একনেকে ১৪ প্রকল্প অনুমোদন
- শিশু জুঁইকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৫
- ‘যৌনতা নয়, খদ্দের আসে নিরাপদে মাদক গ্রহণ করতে’
- অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতায় ঐক্য পরিষদের উদ্বেগ
- ‘বিদেশি ঋণ পেতে পরামর্শকের বোঝা বইতেই হবে’
- রিজার্ভ বেড়ে প্রায় ২৭ বিলিয়ন ডলার
- রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান
- কাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সঙ্গী হচ্ছেন যারা
- ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১ হাজার কোটি টাকা
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নারী দালাল আটক, পুলিশে সোপর্দ
- দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের আল্টিমেটাম
- মান্নাত ছাড়ার পর এবার ফ্ল্যাট বিক্রি করলেন শাহরুখ-গৌরী দম্পতি
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর
- বাগেরহাটে খানজাহান (রহ.) মাজারের ৫৫৩ বছরের ঐতিহ্যবাহী মেলা শুরু
- পিএসএল ছেড়ে আইপিএলে, বোশকে নিষিদ্ধ করলো পিসিবি
- গাজাবাসীর জন্য কাঁদছে তারকাদের হৃদয়, জানালেন প্রতিবাদ
- সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক মহাষ্টমীর স্নানোৎসবে লাখো ভক্তের ঢল
- ঢাকার রাস্তায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল
- অচেনা ভিড়ে..
- পঞ্চগড়ের জগদলে আগুন
- চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
- সালথায় নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
- ‘টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না’
- ভূমিকম্পে কাঁপল ভারত-নেপাল-পাপুয়া নিউ গিনি
- গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত
- জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাদের শ্রদ্ধা
- ‘সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে’
- গৌরনদীতে ইউপি চেয়ারম্যান পিকলু গুহ গ্রেপ্তার
- সীমানা প্রাচীর ভেঙে ড্রেন করার অপচেষ্টা
- ভাঙ্গায় টিকটকার তরুণীকে গণধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ৬
- স্বাধীন বাংলা সরকার গঠিত, অচিরেই মুক্তাঞ্চলে শপথ অনুষ্ঠান