E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রিয়েলমি’র পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন

২০২৪ ডিসেম্বর ০৭ ১৮:২৬:১৮
রিয়েলমি’র পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার সি-সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গুজব রয়েছে যে, এই ডিভাইসটিতে রয়েছে টেকসই প্রতিরক্ষামূলক ডিজাইন এবং দারুণ পানিরোধী সক্ষমতা যা মিড-রেঞ্জের স্মার্টফোনের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। শোনা যাচ্ছে, পানিতে ডুবিয়ে রাখলেও এই ফোন ১০ দিন পর্যন্ত পুরোদমে ঠিক থাকবে। এই গুজব সত্যি হলে বলতে হবে, ডিভাইসটি নিশ্চয়ই আইপি৬৯ রেটিং সমৃদ্ধ। আর এই রেটিংয়ের কারণে ফোনটি একই মূল্যমানের সেগমেন্টে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হতে যাচ্ছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, আইপি৬৯ রেটিং থাকার সম্ভাবনা সত্যি হলে ধুলা ও পানি প্রতিরোধী সক্ষমতার দিক থেকে এই ডিভাইসটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে। এটি একই ক্যাটাগরিতে প্রথম ডিভাইস হতে পারে, যাতে আইপি৬৯ রেটিং ছাড়াও থাকতে পারে আইপি৬৮ ও আইপি৬৬ সার্টিফিকেশন। এসব সার্টিফিকেশন ডিভাইসকে দেয় ধুলা, পানি ও উচ্চচাপের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতির বিরুদ্ধে অনন্য সুরক্ষা।

ধুলোমাখা অফিস প্রাঙ্গন হোক কিংবা তুমুল বৃষ্টি আর সমুদ্র সৈকতে ঘোরাঘুরি, এই রেটিং ফোনটির যে কোনো প্রতিকূল পরিবেশে সক্ষম থাকা সুনিশ্চিত করে। এছাড়াও শোনা যাচ্ছে যে এই ডিভাইসটি পানির নিচে সম্পূর্ণ সচল থাকতে পারে, দ্রুতগতির পানির ঝাপটা মোকাবিলা করতে পারে এবং অতিরিক্ত তাপমাত্রার পানির সংস্পর্শও সহ্য করতে পারে।

সনিক ওয়েভ ওয়াটার ইজেকশন টেকনোলজি নামের আরও একটি অত্যাধুনিক ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ডিভাইসটিতে। এই ফিচারটি যুক্ত থাকলে পানির সংস্পর্শে আসলেও সাউন্ড ফ্রিকোয়েন্সি প্রযুক্তি ব্যবহার করে ৫০ ভাগ পর্যন্ত পানি বের করে দেওয়ার মাধ্যমে ডিভাইসটি সম্পূর্ণ সচল থাকবে।

আরও শোনা গেছে যে গ্যাজেটটিতে উন্নতমানের ইন্টিগ্রেটেড মেটাল ফ্রেম থাকায় মজবুত কাঠামো, ড্রপ এবং ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধাও থাকবে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা স্ক্র্যাচ পড়ে ক্ষতির হাত থেকে রক্ষা করতে আরও থাকতে পারে এয়ারব্যাগ ডিজাইন।

নতুন ফোনের সম্ভাব্য উন্মোচন সম্পর্কে আরও তথ্যের জন্য, রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ভিজিট করতে পারেন।

(পিআর/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test