E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৩:৫৬:১৩
ফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফোনে ইন্টারনেটের গতি কমে যাওয়া খুবই সাধারণ সমস্যা এখন। এই সমস্যায় পড়েননি এমন স্মার্টফোন ব্যবহারকারী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। দেখা যায় আপনি সিম কোম্পানির ডাটা ব্যবহার করেন কিংবা ওয়াই-ফাই। সবকিছুতেই ইন্টারনেটের গতি নিয়ে অভিযোগের শেষ নেই।

এ সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারেন। ঘরে থাকুন কিংবা বাইরে সব জায়গায় ফাস্ট ইন্টারনেট পাবেন। জেনে নিন উপায়-

নেটওয়ার্কের সমস্যা হলে ফ্লাইট মোড অন করুন। কিছুক্ষণ পর ফ্লাইট মোড অফ করে দিন। নতুন নেটওয়ার্কে সিগন্যাল ভালো পাওয়া যাবে।

যে জায়গায় নেটওয়ার্ক দুর্বল, সেখান থেকে সরে আসুন। জানালার পাশে বা খোলা জায়গায় দাঁড়ান, যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়।

যদি এরপরও নেটওয়ার্ক না মেলে, তবে ফোনের নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক রিসেট করুন। এতে ভালো নেটওয়ার্ক পাবেন।

কোনোভাবেই নেটওয়ার্ক না এলে, ফোন থেকে সিম বের করুন এবং নতুনভাবে বসান। এতে অনেক সময় নেটওয়ার্ক ভালো মেলে।

অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক সেটিং ব্যান্ড ঠিক থাকে না। এক্ষেত্রে সেটিংয়ে যান, ম্যানুয়াল ৩জি, ৪জি বা ৫জি নেটওয়ার্ক সিলেক্ট করুন।

অনেক সময় মোবাইলের সফটওয়্যার আপডেট না থাকলে, নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাই ফোনের সফটওয়্যার আপগ্রেড এলে, তা করুন।

যদি নেটওয়ার্ক খুব দুর্বল হয়, তবে অন্য নেটওয়ার্কে সুইচ করুন। যেমন এলটিই থেকে ৪জি বা ওয়াই-ফাই নেটওয়ার্কে সুইচ করুন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test