E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট’

২০২৪ জুলাই ২৪ ১৮:১০:১৫
‘রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট’

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। 

কবে নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, রবিবার ও সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেটসেবা চালু হতে পারে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, আজকে (বুধবার) ব্রডব্যান্ড দেওয়া হয়েছে। রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। আমরা এমটবের সাথে মিটিং করব। এরপর তথ্য পর্যালোচনা করে রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে।

এসময় বিটিআরসি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test