E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইফোন ব্যবহারকারীদের দুঃসংবাদ দিলো অ্যাপল

২০২৪ জুলাই ১২ ১৮:০৬:১৭
আইফোন ব্যবহারকারীদের দুঃসংবাদ দিলো অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সাইবার হামলার আশঙ্কায় সব আইফোন ব্যবহারকারীর জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। পেগাসাসের মতো ক্ষতিকর ‘মার্সেনারি’ স্পাইওয়্যারের (আড়ি পাততে সক্ষম অ্যাপ) মাধ্যমে এ হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রকিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

অ্যাপলের সাপোর্ট পেজে বলা হয়েছে, আপনিও মার্সেনারি স্পাইওয়্যার আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারেন। এর মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীর অ্যাপল আইডিতে প্রবেশ করে আইফোনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। তাই ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাপল জানিয়েছে, যেসব সাইবার অপরাধী পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে তারাই মূলত মার্সেনারি স্পাইওয়্যার হামলা চালাচ্ছে। এ ধরনের সাইবার আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে অ্যাপলের কর্মকর্তারা বলছেন, কবে এ হামলা হতে পারে, এমন কোনো সম্ভাব্য সময় জানানো হয়নি। অর্থাৎ সতর্কবার্তা ছাড়াই আইফোন ব্যবহারকারী এ হামলার শিকার হতে পারেন।

বিশ্বব্যাপী নাগরিক সমাজ এবং বিরোধী দলের ক্ষতিগ্রস্থদের লক্ষ্য করে পেগাসাসের বিস্তারের দীর্ঘ ধারাবাহিকতার মধ্যে সর্বশেষ হামলাগুলি সাম্প্রতিকতম হামলা। হাঙ্গেরি, গ্রিস, পোল্যান্ড, স্পেন, মেক্সিকো, ভারত এবং অন্যান্য দেশগুলি সাম্প্রতিক বছরগুলিতে পেগাসাসের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করেছে।

স্পাইওয়্যার এমনই একটি অ্যাপ, যা ফোনের তথ্য চুরি করে হ্যাকারের কাছে পাঠাতে পারে। এর সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান।

(ওএস/এসপি/জুলাই ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test