E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট ব্যবহার করে ডলার আয় করছে তরুণ-তরুণীরা : পলক

২০২২ অক্টোবর ২০ ১৭:০২:১৬
প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট ব্যবহার করে ডলার আয় করছে তরুণ-তরুণীরা : পলক

সোহেল রানা, শেরপুর : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক বলেছেন, প্রত্যন্ত গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে তরুণ-তরুণীরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে হাজার হাজার ডলার আয় করছে এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সাফল্য।

আজ বৃহস্পতিবার সকালে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ফ্রিল্যন্সার তৃঞ্চা দিও এর বাড়িতে আইসিটি সেন্টার পরির্দশনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গারো সম্প্রদায়ের তৃঞ্চা দিও শত বাধা ও শত বিপত্তি পেরিয়ে একজন সফল ফ্রি-ল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা এবছরের মধ্যে সারাদেশে ৪ হাজার ৫ শত ইউনিয়নকে হাই স্পিড ফাইভার কেবলের আওতায় নিয়ে আসতে পারবো। তৃঞ্চা দিও’র বাড়ি পর্রিশনের সময়মন্ত্রী পলককে সেখানের স্থানীয় আদিবাসী সমাজের র্সবোচ্চ সম্মাননা সরূপ মাথার মুকুট এবং উত্তোরিও পড়িয়ে দেন।

এসময় ফ্রি-ল্যান্সার তৃঞ্চা দিওকে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে একটি ল্যাবটব উপহার প্রদান করা হয় এবং তার নকরেক আইটি সেন্টারে দ্রুতগতি সম্পন্ন ইনটারনেট ও নিরবিচ্ছিন্ন বিদ্যু সংযোগের ব্যবস্থা করা হয়।

এ সময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পুলিশ সুপার কামরুজ্জামান, ইউএনও হেলেনা পারভিন, উপজেলা চেয়ারম্যান মকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ি পৌর সভার মেয়র আবু বকর সহ অন্যান্য প্রশাসনিক র্কমর্কতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নালিতাবাড়ি উপজেলা পরিষদ ভবনে ‘জয়ডিসেট’ সেন্টার এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। পরে সেখানে র্স্মাট বাংলাদেশের অগ্রযাত্রায় ইডিসি প্রকল্পের ভূমিকা র্শীষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।

(এসআর/এসপি/অক্টোবর ২০, ২০২২)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test