E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্ধ্যাত্ব কাটায় লাল টমেটো

২০১৪ মে ২১ ২১:২১:২৪
বন্ধ্যাত্ব কাটায় লাল টমেটো

শুধু ক্যান্সার প্রতিরোধই নয়, পুরুষের বন্ধ্যাত্বের তকমাও ঘোচাবে লাল টমেটো। সম্প্রতি এক গবেষণায় এমনটিই দাবি করেছেন গবেষকরা।

টমেটোয় রয়েছে ক্যান্সার প্রতিরোধক ‘লাইকোপিন’ নামক একধরনের শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। টমোটো যত লাল ততোই বেশি লাইকোপেনের উপস্থিতি। এ উপাদানটি শরীরের ফ্রি রেডিক্যালগুলোকে নষ্ট করে দিয়ে কোষগুলোকে হেফাজত করে। প্রতিরোধ করে ঘাতক ক্যানসারকে।

এবার গবেষণায় বেরিয়ে এসেছে আরেকটি চমকপ্রদ তথ্য। পুরুষের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে এই লাইকোপিন। লাইকোপিন স্পার্ম কাউন্টকে ৭০ শতাংশ বাড়াতে সাহায্য করে। এই আবিষ্কারের ফলে সেই পুরুষেরা উপকৃত হবেন যারা এখনো বাবা হতে পারেননি।

ব্রিটেনের ইনফার্টাইল নেটওয়ার্কের প্রবক্তা ক্যারেন ব্যানেস জানিয়েছেন, তারা রিসার্চের ফলাফলকে ইতিবাচকভাবেই নিচ্ছেন। তারা গবেষণা করে দেখছেন লাইকোপিনে পুরুষের উপকার হয় কিনা।

তিনি জানান, বন্ধ্যাত্বের জন্য মহিলাদের দায়ী করা হয় কারণ মহিলারাই বাচ্চার জন্ম দিয়ে থাকেন। অথচ বেশির ভাগ ক্ষেত্রে স্পার্মের ফাংশন বা কোয়ালিটির কারণে মহিলারা প্রেগনেন্ট হতে পারেন না।

ওহিয়োর ক্লীবল্যান্ড ক্লিনিকে এই গবেষণায় দেখা গেছে, লাইকোপিন স্পার্ম কাউন্টের সঙ্গে স্পার্মের স্পিড বাড়িয়ে দেয়। এছাড়াও এটি খারাপ স্পার্মের পরিমাণ কমিয়ে দিতে সক্ষম। এর আগে একটি পরীক্ষা থেকে জানা গেছে লাইকোপিন প্রোস্টেট সম্পর্কিত অসুস্থতাও দূর করে।

আবার পুরুষের বন্ধ্যাত্ব মৃত্যুর কারণ বলেও উঠে এসেছে আরেক গবেষণায়। এতে দেখা গেছে, যে পুরুষ বন্ধ্যাত্বের শিকার সাধারণ পুরুষের তুলনায় তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকদের এক গবেষণায় উঠে আসে এই তথ্য।

সম্প্রতি এই গবেষণাটি হিউম্যান রিপ্রোডাকশনের একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

(ওএস/এস/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test