E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটিতেও মিলবে যথাযথ সেবা’

২০২৫ মার্চ ২৬ ১৮:০৬:৪৮
‘টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটিতেও মিলবে যথাযথ সেবা’

মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ঈদের ছুটিতে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা প্রদানের সমস্ত আয়োজন করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতরেও মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ, গাইনী বিভাগ, প্রসূতি বিভাগ, সার্জারী বিভাগ, শিশু বিভাগ ও সিসিইউ বিভাগ সচল রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তার আনসার ও আউটসোর্সিং কর্মীগণ নিয়োজিত থাকবেন। এছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ও পানি সরবরাহ নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

আগামী শনি, সোম ও বুধবার জরুরী বিভাগের জরুরী সেবাও সচল থাকছে। ঈদের ছুটিতে মেডিসিন বিভাগ, গাইনী বিভাগ, প্রসূতি বিভাগ, সার্জারী বিভাগ, শিশু বিভাগ ও সি সি ইউ বিভাগে মোট ৩০ জন চিকিৎসক কর্মরত থাকবেন। থাকবেন সিনিয়র স্টাফ নার্স সহ ৩৩ জন ও আউটসোর্সিং এর ৪০ জন কর্মী। এছাড়াও সার্বিক নিরাপত্তা দেবেন ১৮ জন আনসার সদস্য।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ আব্দুল কুদ্দুস জানান, ঈদের ছুটি কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবায় কোন বাঁধা নয়। ঈদ মৌসুমে মহাসড়ক এলাকায় বিভিন্ন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে। এছাড়া জেলায় মানুষের বাড়তি একটা চাপ থাকে - এ বিবেচনায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী আন্তরিকতার সাথে প্রস্তুত রয়েছেন। আন্তরিকতা ও সেবার কোন ঘাটতি থাকবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি চিকিৎসক ও বিভিন্ন বিভাগে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।

(এসএম/এসপি/মার্চ ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test