E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ দু’বার সময় বাড়িয়েও সম্পন্ন হয়নি

২০২৫ মার্চ ১১ ১৯:৩৬:১৬
ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ দু’বার সময় বাড়িয়েও সম্পন্ন হয়নি

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দুইবার সময় বাড়িয়েও নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয়নি বরিশালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ। আগামী ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৬৫ ভাগ।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, যন্ত্রপাতি আমদানির জটিলতা এবং নির্মাণ কাজে ধীরগতির কারণে দ্বিতীয় দফায় বাড়ানো সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া নিয়ে ইতোমধ্যে শঙ্কা দেখা দিয়েছে। সূত্রমতে, ২০২১ সালের ২৩ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে আড়াই একর সম্পত্তির উপর ক্যান্সার, কিডনি ও হৃদরোগীদের জন্য ৪৬০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়। যা শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুন মাসে। নানা জটিলতায় কাজ শেষ না হওয়ায় মেয়াদ দুইবছর বাড়ানো হয়। তবে এরপরেও শেষ হচ্ছে না নির্মান কাজ।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বিলম্ব হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চাপ বেড়েই চলেছে। প্রতিদিন রোগীদের সঠিকভাবে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক রেজওয়ানুর আলম বলেন, হাসপাতালটি চালু হলে একই জায়গায় আধুনিক সব চিকিৎসা পাবেন ক্যান্সার আক্রান্ত রোগীরা।

বরিশাল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামাল হোসেন বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনে যন্ত্রপাতি আমদানির জটিলতা ও নির্মাণ কাজে ধীরগতিই দায়ী। তবে নির্ধারিত সময় ৩০ জুনের মধ্যে ৯০ ভাগ কাজ শেষ করার আশা করা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতি মাসে গড়ে চারশ’ ক্যান্সার রোগী চিকিৎসা নিচ্ছেন। বিশেষায়িত হাসপাতাল চালু হলে শেবামেক’র ওপর রোগীর চাপ অনেক কমে আসবে।

(টিবি/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test