E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করলেন ২৫ বিসিএস কর্মকর্তা

২০২৫ জানুয়ারি ১৪ ১৯:২৯:০৪
বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করলেন ২৫ বিসিএস কর্মকর্তা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেছেন বিসিএস ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা।

আজ মঙ্গলবার সকালে এসব বিসিএস কর্মকর্তা উপজেলায় ঝনঝনিয়া গ্রামে স্থাপিত বিশ্বমানের এই ক্যান্সার হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তারা হাসপাতাল প্রঙ্গনে বৃক্ষরোপণ করেন।

আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম জানান, বিসিএস ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতালটিতে পৌঁছালে তাদের ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে দেশের মানুষদের ক্যান্সারের বিশ্বমানের সেবা প্রদান, ক্যান্সারের বিভিন্ন ভ্যারিয়ান্টের সুচিকিৎসা ছাড়াও ক্যান্সার নিয়ে বিশদ গবেষণা করাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়। এসব বিসিএস কর্মকর্তা ক্যান্সার হাসপাতালটি ঘুরে দেখেন ও হাসপাতাল প্রঙ্গনে বৃক্ষরোপণ করেন। এসময়ে ক্যান্সার হাসপাতালটি পরিচালক, কর্মকর্তা ও চিকিৎসরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test