E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছেই

২০২৫ জানুয়ারি ১২ ১৯:০৪:৩২
বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছেই

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : শীতের প্রকোপ বাড়ায় বরিশাল বিভাগে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও প্রবীণ ব্যক্তিরা। ফলে জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েই চলেছে। তবে অধিকাংশ হাসপাতালে কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ৪৫ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগে ৪৭৪ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তারা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন থাকার আহবান করেছেন। পাশাপাশি ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শীতকালীন সাবধানতা অবলম্বন করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি উল্লেখ করে চিকিৎসকেরা আরও জানান, শীতের সময় শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নিতে হবে এবং তাদের সুস্থ রাখতে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আরো মনোযোগী হতে হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test