E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শেবাচিমে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে তালা

২০২৪ ডিসেম্বর ১৪ ১৭:৫৩:৫২
শেবাচিমে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে তালা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী তিনটি ব্লাড ব্যাংকের ক্লাব পরিচালনা নিয়ে দুই পক্ষের দ্বন্ধের মধ্যে কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ।

গত দুইদিন থেকে কার্যালয়ে তালা দেওয়া ও ভাঙা নিয়ে মেডিক্যাল কলেজের দুই দল শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে বিষয়টির নিস্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাবগুলোতে প্রবেশ করিডোরে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির। শনিবার সকাল পর্যন্ত সন্ধানী, যুব রেড ক্রিসেন্ট ও মেডিসিন ক্লাব তালাবদ্ধ ছিলো।

হাসপাতালের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান শাহিন বলেন, আগে যারা ক্লাবগুলোর নিয়ন্ত্রণে ছিল তাদের প্রতিপক্ষ শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিকেলে এসব কার্যালয়ে তালা দিয়েছে। পরে তালা ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মেডিক্যালে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে পরিচালকের নির্দেশে আপাতত ক্লাবগুলো বন্ধ রাখা হয়েছে। আজ রবিবার হাসপাতালের পরিচালক দুই পক্ষকে নিয়ে পরামর্শ করে বিষয়টির সমাধান করবেন।

শিক্ষার্থী জানিয়েছেন, আগের সরকারের আমলে গঠণতন্ত্র বহির্ভূতভাবে সংগঠনগুলো রাজনৈতিক ব্যানারে পরিচালনা করে আসছিলেন ছাত্রলীগ নামধারীরা। গত ৫ অগাস্টের পর ক্লাবগুলোর দায়িত্ব নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এরপর বেশ স্বাভাবিকভাবেই চলছিলো সংগঠন তিনটি। প্রতিদিন এসব ক্লাব থেকে এক থেকে দেড়শ’ রোগী বিনামূল্যে রক্ত নেওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা পেয়ে থাকেন।

গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ হাসপাতালের পরিচালক একেএম মশিউল মুনিরের সাথে দেখা করে ক্লাবগুলোর কমিটি সংস্কারের দাবি করেন। এ সময় হাসপাতাল পরিচালক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট অন্যদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে আলোচনা ও সমাধানে পৌঁছার আগ পর্যন্ত ক্লাবগুলো বন্ধ রাখার পাশাপাশি কার্যালয়ে তালাবদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, ক্লাবগুলো রিফর্ম করার জন্য আমরা আলোচনা করেছি। রিফর্ম না হওয়া পর্যন্ত ক্লাবগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এরপর গত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার নেতৃত্বে ক্লাবের কিছু সদস্য এসে তালা ভেঙে ফেলে। এ সময় রিফর্ম প্রত্যাশীদের সাথে তাদের বাগবিতন্ডা হয়। পরে ওইদিন বিকেল থেকে পরিচালকের নির্দেশে ক্লাবের করিডোর বন্ধ করে দেওয়া হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test