E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১২০ জন রোগী পেলেন বিনামূল্য স্বাস্থ্যসেবা

২০২৪ অক্টোবর ২৪ ১৭:২৩:৩৭
১২০ জন রোগী পেলেন বিনামূল্য স্বাস্থ্যসেবা

মাদারীপুর প্রতিনিধি : ভালো ডাক্তার দেখাতে টাকা লাগে। আবার ওষুধ কিনতে টাকা লাগে। তাই ভালো ডাক্তার দেখাতে পারিনা। ওষুধের দোকান থেকে অল্পদামে ওষুধ কিনে খাই। তাকে অনেক সময় ভালো হয়ে যাই। আবার অনেক সময় অনেক সময় লাগে ভালো হতে। কয়েকদিন ধরে জ¦র ও শরীর ব্যাথা হলেও ডাক্তার দেখাতে পারিনি। একজনের মাধ্যমে খোজ পেয়ে আজ এখানে বিনাটাকায় ডাক্তার দেখাতে এসেছি। এভাবেই কথাগুলো বললেন মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকা থেকে আসা সত্তুর বছরের এক বৃদ্ধ আইয়ুব আলী। শুধু তিনিই নন, বিনামুল্যে ডাক্তার দেখাতে পেরে খুশি অনেকেই।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী বিনামুল্যে ১২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও হেলথ কেয়ার হাসপাতাল এর সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন তারুণ্য পরিবারের আয়োজনে মাদারীপুর শহরের কাজীরমোড় এলাকায় এই চিকিৎসা সেবা কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিনামূল্যে চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎস ডা. মেজর (অব.) শামীম আল মামুন, ডা. সানজিদা শারমিন, ডা. সুব্রত কর্মকার ও ডা. বিপ্লব হোসেন। এ সময় প্রায় ১২০ জন অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সৌরভ হোসেন আরিফ, তারুণ্য পরিবার মাদারীপুরের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান প্রমুখ।

(এএসএ/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test