E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বে এই প্রথম এইচ৫এন২ বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু

২০২৪ জুন ০৬ ১২:৪৪:০৯
বিশ্বে এই প্রথম এইচ৫এন২ বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ(এইচ৫এন২) বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মেক্সিকোতে এক ব্যক্তি মারা গেছেন। বার্ড ফ্লুর এই ধরনে আক্রান্ত হয়ে বিশ্বে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটাই প্রথম। ওই ব্যক্তি আগে থেকেই শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণ মানুষের এ ভাইরাসে আক্রান্তের শঙ্কা খুবই কম।

বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মেক্সিকো শহরের ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হয়, এরপর কিছু দিনের মধ্যেই তার ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয়। ওই ব্যক্তির স্বজনরা জানিয়েছে, তার অবস্থা গুরুতর হওয়ার আগেই তিন সপ্তাহ ধরে তিনি বিছানায় পড়ে ছিলেন।

মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে তাকে ২৪ এপ্রিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইদিনই মারা যান তিনি।

ডব্লিউএইচও জানিয়েছে, প্রাথমিক টেস্টে তার শরীরে অজানা ফ্লু’র উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে আরও উন্নত ল্যাবে টেস্ট করে এ(এইচ৫এন২) টাইপের বার্ড ফ্লু’র উপস্থিতি পাওয়া যায়। বিশ্বে এ ধরনের ভাইরাসে আক্রান্ত এটাই প্রথম বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোস বলেছেন, ‘ওই ব্যক্তির পূববর্তী স্বাস্থ্য অবস্থা তাকে আরও গুরুতর ইনফ্লুয়েঞ্জার ঝুঁকিতে ফেলেছে। কিন্তু কীভাবে ওই ব্যক্তি সংক্রামিত হলেন, তা একটি বড় প্রশ্নচিহ্ন।’

ডব্লিউএইচও’র বিবৃতি বলা হয়েছে, ‘যদিও এই ক্ষেত্রে ভাইরাসের সংস্পর্শে আসার উৎসটি বর্তমানে অজানা, তবে মেক্সিকোতে পোল্ট্রিতে এ(এইচ৫এন২) ভাইরাসের খবর পাওয়া গেছে।’

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মেক্সিকোর এই কেসটি যুক্তরাষ্ট্রে এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়, যেটি এখন পর্যন্ত তিনজন দুগ্ধ খামারের শ্রমিককে সংক্রামিত করেছে।

(ওএস/এএস/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test