E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় ২৫৩ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১৬:৫৩:৫৯
মাগুরায় ২৫৩ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫৩ শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা দিয়েছে সেচ্ছাসেবী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। বুধবার জাগরণী চক্রের প্রতিভা প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ইউ এস এইডের আর্থিক সহায়তায় শহরের তাঁতী পাড়া ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।

চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন যশোর কপোতাক্ষ লায়ন চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের ডা. খাইরুজ্জামান। সেখানে সদর উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯২ জন ছাত্র-ছাত্রীকে সেবা প্রদান করেন। একইভাবে মহম্মদপুরের ২৫টি স্কুলের ৬১ জন ছাত্র-ছাত্রীর অনুরূপ চিকিৎসা দেওয়া হয়।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test