E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘এসএসসি পরীক্ষার্থীদের ‘বাড়তি অন্যায় চাপ’ সৃষ্টি করবেন না’

২০২৫ এপ্রিল ১০ ১২:৪৯:৩৮
‘এসএসসি পরীক্ষার্থীদের ‘বাড়তি অন্যায় চাপ’ সৃষ্টি করবেন না’

স্টাফ রিপোর্টার : পরীক্ষার সময় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা নানা রকম চাপের মধ্যে থাকে জানিয়ে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, কোনো বাড়তি অন্যায় চাপ যেন সৃষ্টি না করা হয় সেজন্য সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, সারাদেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২৯ লাখ ২৮ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। ৩০ হাজারের বেশি প্রতিষ্ঠান থেকে তিন হাজার ৮১৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি বিশাল কর্মযজ্ঞ।

তিনি বলেন, আমরা চেষ্টা করেছি এটি সুচারুভাবে সম্পন্ন করতে। আমরা মনে করি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আশা করি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

গণঅভ্যুত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষা এবং প্রশ্ন ফাঁসের মতো বিষয়ে এই পরীক্ষাকে টার্গেট করা হতে পারে, এজন্য বাড়তি কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন- এটা অবশ্যই বিবেচনার মধ্যে ছিল। সে হিসেবে যে সূত্র থেকে, প্রশ্ন তো ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাক করা। যে সেখান থেকে যেন না হতে পারে আমরা আশা করি আমরা সফল হবো। আজকে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা অবশ্যই টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা দেখেছি এবং কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়- এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আশা করব তারা বিরত থাকবেন। দেশের মঙ্গলের জন্য আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের রাজনৈতিক অবস্থান বা পছন্দ থাকতে পারে, প্লিজ পরীক্ষা এমন একটা বিষয় এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের নানান রকমের মানসিক চাপ এখানে থাকে। অভিভাবক ও শিক্ষকদের মানসিক চাপ থাকে। তো এটার সাথে বাড়তি অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।

পরীক্ষা শেষে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের একটা রেওয়াজ আছে- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, যদি রেওয়াজ থেকে থাকে, নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব।

উপদেষ্টা জানান, পরীক্ষার তারিখ ইস্টার সানডে-তে পড়েছিল। আমরা সেটা বিবেচনার মধ্যে নিয়েছি। সেটি পরিবর্তন করা হয়েছে।

সাংবাদিকদের ছাড়াই বেলা ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রের কয়েকটি কক্ষ পরিদর্শন করেন উপদেষ্টা।

এ বিষয়ে তিনি বলেন, আপনারা সকলেই বাইরে ছিলেন, যার ফলে ভেতরে ছাত্রছাত্রীরা যে পরিবেশে পরীক্ষাটা দিচ্ছে সেখানে কোনো বিঘ্নিত হয়নি।

এজন্য সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।
(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test