E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হলেন ২৮৮ শিক্ষার্থী

২০২৫ জানুয়ারি ১৬ ১৮:৫৯:২৯
এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হলেন ২৮৮ শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি দুবাইয়ে অবস্থিত এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত মেধাবী ২৮৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন লাভ করেছে। বিশ্বের ক্রম বিকাশমান এরোস্পেস এবং এভিয়েশন সেক্টরে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে এসকল পেশাদার গ্রাজুয়েট। এমিরেটস এর মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম ৩৪তম গ্রাজুয়েশন অনুষ্ঠানে গ্রাজুয়েশন প্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করেন।

বিভিন্ন ডিসিপ্লিনে নানা দেশের শিক্ষার্থীরা এবার ডিগ্রী লাভ করেছেন। এভিয়েশন ম্যানেজমেন্ট, এরোনটিক্যাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং এয়ারক্র্যাফট মেইন্টেন্যান্সসহ বিভিন্ন ডিসিপ্লিনে শিক্ষার্থীরা সফলভাবে প্রি-গ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। ২৮৮ জন গ্রাজুয়েটের মধ্যে ১০০ জন পোস্ট-গ্রাজুয়েট এবং ১৮৮ জনকে ব্যাচেলর ডিগ্রী প্রদান করা হয়। এর মধ্যে, ৩৭ জনকে স্পন্সর করে এমিরেটস। সকল ডিসিপ্লিনে ১৪ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১৮০ জন আন্ডার-গ্রাজুয়েট শিক্ষার্থী এমিরেটস গ্রæপে এক সেমিস্টারের বেশি ইন্টার্নশীপ করার অনন্য সুযোগ লাভ করেন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি এমিরেটস গ্রæপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এখানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, লজিস্টিক্স এন্ড সাপ্লাই ম্যানেজমেন্ট, এআই এন্ড ডেটা সাইন্স, এভিয়েশন সেফটি, এবং এভিয়েশন সিকিউরিটির ওপর আন্ডার-গ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট শিক্ষা এবং রিসার্চ প্রোগ্রাম অফার করা হয়। বিশ্ববিদ্যালয়টির আন্ডার-গ্রাজুয়েট শিক্ষার্থীরা এমিরেটস গ্রুপে এক সেমিস্টারের জন্য ইন্টার্নশীপ করার সুযোগ পেয়ে থাকে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test