E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এইচএসসি পরীক্ষা দিতে আন্দোলনের ডাক নটর ডেম শিক্ষার্থীদের

২০২৪ আগস্ট ২১ ১৩:০৪:১২
এইচএসসি পরীক্ষা দিতে আন্দোলনের ডাক নটর ডেম শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমানের স্থগিত সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। তারা এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে। বুধবার (২১ আগস্ট) নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের দেয়া এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা নটর ডেম কলেজের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা অযৌক্তিক।

বিবৃতিতে সমস্যার সমাধানে কিছু দাবি তুলে ধরা হয়-
১. দ্রুততম সময়ের মধ্যে উদ্ভূত পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি-২০২৪ পরীক্ষার আয়োজন করতে হবে।

২. বৈষম্যবিরোধী আন্দোলনে এইচএসসি-২০২৪ ব্যাচের যে সব বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।

৩. আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবেন নাকি কর্তৃপক্ষ তাদের অটোপ্রমোশন দেবে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে --নীতিগত এ সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে।

৪. আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে কোনোরকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং উপরোক্ত দফার সমর্থনে ২০২৪ ব্যাচের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুর ২টার দিকে মতিঝিলের নটর ডেম কলেজ গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

(ওএস/এএস/আগস্ট ২১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test