E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পুনর্বহালের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিদের সমাবেশ

২০২৪ আগস্ট ১১ ২০:১৪:৪৯
পুনর্বহালের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিদের সমাবেশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিদের পুনর্বহালের দাবিতে রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আবু হানিফ খন্দকারের সভাপতিত্বে ও মিয়া হোসেন রানার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আতিক হেলাল, তারেক মাহমুদ, ওয়াহিদ নান্নু, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, রবিউল ইসলাম আব্দুল জলিল, আফজাল হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের এই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অমানবিক বৈষম্যের শিকার এই চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিদের মানবেতর জীবনের দ্রুত অবসান হওয়া দরকার। রাজনৈতিক নেতাদের ন্যাক্কারজনক আচরণের শিকার হয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়ে শতশত মানুষ গত তের বছর ধরে অবর্ণনীয় দুঃখ দুর্দশা বয়ে বেড়াচ্ছেন।

তারা বলেন, ক্ষমতার দাপটে আদালতকে ব্যবহার করে আমাদের সকল ন্যায়বিচার কেড়ে নেয়া হয়েছে। তাই আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। অবিলম্বে আমাদের সকল সুযোগ-সুবিধাসহ যোগদানের ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়া হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা মাসুমুল হক, মিয়া আল হারুন, ড. ফারুক আহাম্মেদ শিপন, আবদুল করিম, শেখ আতিক উল্লাাহ, আবদুজ জাহের মাহমুদসহ কয়েক শ কর্মকর্তা-কর্মচারি।

(এসআর/এএস/আগস্ট ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test