E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড

২০২৪ জুন ২৬ ১৭:৫৩:৫৫
এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড

স্টাফ রিপোর্টার : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। এবার তাদের এ দাবি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

বুধবার (২৬ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়ে মন্তব্য করেছেন।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ৩০ জুন থেকে পরীক্ষা শুরু করতে এরইমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘যারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাদের দাবি ভিত্তিহীন, এটা মানার কোনো যৌক্তিকতা নেই।’

এ সময় শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তপন কুমার সরকার।

এর আগে গত ২৫ জুন আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা দুইমাস পেছাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি জমা দেন বেশ কয়েকজন পরীক্ষার্থী।

স্মারকলিপিতে তারা জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই পত্রের মাধ্যমে আমাদের দাবির সপক্ষে যুক্তি উপস্থাপন করছি এবং আপনার সদয় বিবেচনা কামনা করছি।

(ওএস/এসপি/জুন ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test