E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে বাগানে সতেজ জায়েন্ট কিউ আনারস

২০১৪ জুন ১৩ ১১:৩৪:৫৮
ময়মনসিংহে বাগানে সতেজ জায়েন্ট কিউ আনারস

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছার গড় অঞ্চলের বাগানগুলিতে এখন শোভা পাচ্ছে জায়েন্ট কিউ আনারস । জায়েন্ট কিউ বা ক্যালেঙ্গা কায়েন শ্রেণীভূক্ত আনারস ।

মুক্তাগাছার গড় অঞ্চল দাওগাঁও , কাঠবওলা , রসুলপুর , দুল্লা , মলাজানি , নালিখালী এলাকা ঘুরে দেখা যায় , বাগানে ঠাসা সতেজ জায়েন্ট কিউ আনরস । জায়েন্ট কিউ আনারস বাগানে সাথী ফসল হিসাবে চাষ করা হয়েছে লেবু, কলা ও আদা । জানা যায় , জায়েন্ট কিউ বা কায়েন আনারস নাবিজাত ।

সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসে ফল পাকে । গাছের আকার অপেক্ষাকৃত বড় , পাতা বেশ লম্বা ও চওড়া , কাঁটাহীন । ফলের আকার বেশ বড় (২-৪) কেজি , চোখ বড় ও অগভীর , শাঁস ফিকে হলুদ বর্ণের । বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করে কৃষকরা জানান, চলতি মৌসুমে আগাম জুলাই মাসের মধ্যেই ফল পাকার সম্ভাবনা রয়েছে । । কৃষি বিভাগ জানায় , চলতি মৌসুমে ৫ শতাধিক একরে জায়েন্ট কিউ আনারসের চাষ হয়েছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যবসা ও কারখানায় ব্যবহারের জন্য এ আনারসের ব্যাপক চাহিদা রয়েছে।

(এমডি/জেএ/জুন ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test