তাঁতের ছন্দে মুখরিত তালতলীর রাখাইন পল্লী
বরগুনা প্রতিনিধি : সামনে ঈদ তাই সূর্যোদয়ের পর থেকেই তালতলীর রাখাইন পল্লী তাঁতের ছন্দময় খট খট শব্দে মুখরিত হয়ে উঠে। ছন্দে ছন্দে কাপড় বোনা চলে গভীর রাত পর্যন্ত। এ শব্দ বলে দেয় মন্দা কাটিয়ে পুরনো জৌলুস ফিরে পেয়েছে তাঁতপল্লী। পুরনো হস্তচালিত তাঁতের পাশাপাশি ব্যবহৃত হচ্ছে সেমি-অটোমেটিক তাঁত। প্রযুক্তির আধুনিকায়নে সাহায্য করেছে বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা।
এখানকার রাখাইন নারীদের তাঁত কাপড় বোনার ঐতিহ্য প্রায় ২০০ বছরের। তারা পরিবারের চাহিদা অনুযায়ী সারাবছরই তাঁতে লুঙ্গি, গামছা, থামি, গায়ের চাদর, বিছানার চাদর, ব্যাগ ও কম্বলসহ নানা ধরনের কাপড় বুনেন। এ সব কাপড়ে ঝলমলে রঙের ব্যবহারে ফুটিয়ে তোলা হয় লতা-পাতা, ফুল, পাখি ও জীব-জন্তুসহ প্রকৃতির দৃশ্য। বর্ণিল এ কাপড়গুলোর চাহিদাও বাড়ছে দিন দিন। ফ্যাশন মোটিফ হিসেবে এর কদরও অনেক দিনের।
তাঁতশিল্পী খেনাচিন (৪০) বলেন, সুতায় আমরা কমপক্ষে ৮ ধরনের রঙের ব্যবহার করি, এ সব রঙ কৃত্রিম নয়, প্রকৃতি থেকে নেওয়া। সুতায় রঙ করতে আমরা শাল, বকুলসহ বিভিন্ন গাছের পাতা ও বাকল ব্যবহার করি। এতে রঙ টেকসই হয়। বাজারের অন্য যে কোনো কাপড়ের তুলনায় আমাদের কাপড়ের রঙ আলাদা। এ সব পণ্যের দাম সম্পর্কে তিনি বলেন, প্রতিটি গায়ের চাদর ৫০০ থেকে ৬০০ টাকা, লুঙ্গি ২৫০ থেকে ৪০০ টাকা, ব্যাগ ৭০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করছি।
রাখাইন নারীরা সারাবছর তাঁতের কাজ করলেও বিভিন্ন পার্বণ, বিশেষ করে ঈদ ও শীতের মৌসুমে বাণিজ্যিকভাবে কাপড় বোনা শুরু করেন। তখন সুতায় রঙ করা, তাঁতে কাপড় বোনা, ব্যাগ তৈরি, স্থানীয় বাজারে বিক্রি এবং বাণিজ্যিক চালানে ব্যস্ততা লক্ষ্য করা যায়। এ সব কাপড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়।
তাঁতশিল্পী খেনাচিন আরও জানান, এখানে উৎপাদিত কাপড় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও কুয়াকাটার রাখাইন মার্কেটে বাজারজাত করা হয়। এ সব জায়গায় বেড়াতে আসা পর্যটক তাদের প্রধান ক্রেতা। এভাবে কৃষিকাজের পাশাপাশি তাঁত আবারও তালতলীর রাখাইনদের অন্যতম জীবিকা হয়ে উঠছে।
তালতলীতে সেমি-অটো তাঁত প্রযুক্তির দ্বার উন্মোচন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)। সংস্থাটি ৫০টি রাখাইন পরিবারকে একটি করে সেমি-অটো তাঁতযন্ত্র দিয়েছে। জার্মান সরকারের অর্থায়নে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) সহযোগিতায় কোস্টাল লাইভলিহুডস অ্যাডাপ্টেশন প্রজেক্টের আওতায় এ সব তাঁত দেওয়া হয়। এ ছাড়া নারীদের কারিগরি সহযোগিতা দিচ্ছে তরঙ্গ নামের আরেকটি বেসরকারি সংস্থা।
তালতলীর রাখাইন সমাজকল্যাণ সংস্থা সূত্রে জানা যায়, নবগঠিত তালতলী উপজেলায় ১৩টি পাড়ায় ২৮০টি রাখাইন পরিবার বাস করছে। রাখাইন পাড়াগুলোর মধ্যে তালতলীপাড়া, ছাতনপাড়া, মনুখেপাড়া, আগাঠাকুরপাড়া, সওদাগরপাড়া, কবিরাজপাড়া, তালুকদারপাড়া, তাঁতীপাড়া, লাউপাড়া ও অঙ্কুজানপাড়ায় দুই শতাধিক হস্তচালিত ও কোমর তাঁত রয়েছে।
ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংতেন তালুকদার বলেন, এক সময় এমন প্রথা চালু ছিল যে, কোনো রাখাইন মেয়ে যদি তাঁত বুনতে না জানত, তাহলে তার বিয়েই হতো না। এখন রাখাইন নারীরা সেমি-অটো তাঁতযন্ত্র পাওয়ার পাশাপাশি তা চালনার প্রশিক্ষণও নিচ্ছেন।
তাঁতশিল্পী এমেনমু (৪০) বলেন, সেমি-অটো তাঁত একদিকে কষ্ট দূর করেছে, অন্যদিকে উৎপাদনও বাড়িয়েছে। কারণ সেমি-অটো তাঁতের মাধ্যমে একজন তাঁতকর্মী দিনে ৩টি কাপড় বুনতে পারেন।
আরেক তাঁতশিল্পী মং তাহান বাবু বলেন, পুরাতন হস্তচালিত ও কোমর তাঁতযন্ত্র ব্যবহার করে ৩ দিন সময় লেগে যায় একটি লুঙ্গির কাপড় বুনতে। এ ছাড়া কাপড় বোনার সূতার মূল্য বৃদ্ধি ও দুষ্প্রপ্যতার কারণে সাধারণ তাঁতীরা খুব একটা লাভের মুখ দেখতে পায় না।
রাখাইন সমাজকল্যাণ সংস্থার সদস্য সচিব খে মংলা বলেন, এই সেমি-অটো তাঁতের মাধ্যমে একদিনেই ৩টি কাপড় বোনা যায়। এ মুহূর্তে তালতলীতে রাখাইন তাঁতীদের জন্য সেমি-অটোমেটিক তাঁত বুনন প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র স্থাপন এবং তাঁত ও সুতা কেনার জন্য তাঁতীদের সহজ শর্তে ঋণ প্রদান জরুরি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে রাখাইনদের পারিবারিক তাঁত, লাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
আরডিএফের সহকারী পরিচালক ও কোস্টাল লাইভলিহুডস অ্যাডাপ্টেশন প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. এনামুল হক বলেন, সেমি-অটো তাঁতযন্ত্র রাখাইন তাঁতীদের আয় আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি করেছে। এ যন্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারলে উৎপাদনের পরিমাণ আরও বেড়ে যাবে।
তিনি মনে করেন, তাঁতশিল্পের নতুনতর এ যাত্রা রাখাইন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে।
(এমএইচ/এএস/জুলাই ১৫, ২০১৪)
পাঠকের মতামত:
- সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া
- ফরিদপুরে মাটিচাপা শ্রমিককে জীবিত উদ্ধার
- পাংশায় ৩৭০ পিস গাঁজার গাছসহ চাষী গ্রেফতার
- টিউলিপের জায়গায় এমাকে দায়িত্ব দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- মশার কামড়ে অসুস্থ সামান্থা রুথ প্রভু
- পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা
- ‘আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর’
- হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক ৪ দিনের রিমান্ডে
- ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
- ‘পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে’
- ‘বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে’
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে প্রথম মামলা
- প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- যাত্রাভঙ্গ
- সবার আমি ছাত্র
- দাবানলের কারণে আবার পেছালো অস্কার মনোনয়ন
- পেট খালি রাখলেই বিপদ
- ‘বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ’
- ঘোষণাপত্র জারি হবে ছাত্রদের নেতৃত্বে, উপস্থিত থাকবেন সবাই
- সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
- সাতক্ষীরায় প্রায় ২৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
- শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই
- কুশিয়ারা তীরে তিনদিনের মেলায় ২০ কোটি টাকার মাছ বিক্রি
- একমাস পর সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত ভারতে
- বিএনপি-জামায়াত রাজনীতির বিষ
- টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি
- সুবর্ণচরে চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
- মঞ্চে গিটার বাজাতে বাজাতেই মারা গেলেন পিকলু
- বিজয় দিবসে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মিলন মেলা
- খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের সড়ক অবরোধ
- মাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি
- পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা
- নিউ ইয়র্কে সাকিব আল হাসানের নয়া কৌশলে চাঁদাবাজি
- পাঠ্যবইয়ে র্যাপার হান্নান ও সেজান
- ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ২৪১ জন
- তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে
- সড়কে মৃত্যু: প্রতিদিনের ট্র্যাজেডি এবং রাষ্ট্রের দায়িত্ব
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'
- লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল
- তৃতীয় দিন শেষে ১৭ রান পিছিয়ে প্রোটিয়ারা
- বিয়ের কথা গুজব বলে উড়িয়ে দিলেন রুবেল
- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার শামিল : কৃষিমন্ত্রী
- শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে নানা আয়োজন