E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষকের মৃত্যু

২০১৪ মে ২৯ ১০:৪১:১২

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মামের (বিআইএসডি) ভাইস প্রিন্সিপ্যাল মো. আবুল কামাল আজাদ (৫৬) নিহত হয়েছেন।

গত ২৫ মে রাতে দাম্মামের কায়েন শপিং সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাতে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি আজাদকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় অন্য একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে (আজাদ) মৃত বলে ঘোষণা করেন।

গণিত বিষয়ের এ শিক্ষক ২০ বছর ধরে স্কুলটিতে শিক্ষকতা করে আসছেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি।

মৃত্যুর ঘটনায় স্কুলের চেয়ারম্যান মো. বজলুল রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, এটি আমাদের জন্য অপূরনীয় ক্ষতি। তিনি একজন অভিজ্ঞ এবং নিবেদিত শিক্ষক ছিলেন।

(ওএস/এইচআর/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test