E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আজ ঢাকায় ৩৯তম ফোবানা সম্মেলনের ‌‌‘মিট অ্যান্ড গ্রিট’

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৭:১৪:২৪
আজ ঢাকায় ৩৯তম ফোবানা সম্মেলনের ‌‌‘মিট অ্যান্ড গ্রিট’

ইমা এলিস, নিউ ইয়র্ক : ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৯তম সম্মেলনের সাক্ষাত ও অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার গুলশান ক্লাবে সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে। 

ফোবানা সম্মেলনের বিস্তারিত তথ‍্য এবং ফোবানার কর্মকান্ডের তথ‍্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসনসহ এবছরের আহবায়ক কমিটির কর্মকর্তারা এখন ঢাকায় অবস্থান করছেন। এছাড়াও ফোবানার বেশ কয়েকজন সিনিয়র নেতা ও সাবেক চেয়ারপারসনরাও এ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় গেছেন।

জর্জিয়ার আটলান্টায় ৩৯তম সম্মেলনের আহবায়ক কমিটির সাক্ষাত ও অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) গত ১৯ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের ১৩টি শহর থেকে প্রায় ২৪জন ফোবানা কর্মকর্তা আটলান্টায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফোবানার কেন্দ্রিয় কমিটির কর্মকর্তারা ছাড়াও আটলান্টার ২ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকায় অনুষ্ঠিতব্য সাক্ষাত ও অভিবাদন ফোবানা লিডারস, মিডিয়া কর্মী, স্পন্সরস, ফোবানা লাভারস বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা অংশগ্রহণে আগ্রহী তাদের ইভেন্ট সম্পর্কিত যেকোনো তথ‍্য জানতে মাসুদ চৌধুরী (চেয়ারপারসন, ফোবানা), নাহিদুল খান সাহেল (কনভেনর, হোস্ট কমিটি), মাহবুবুর রহমান ভূঁইয়া (সদস‍্য সচিব, হোস্ট কমিটি) এবং ডিউক খান (প্রেসিডেন্ট, হোস্ট কমিটি) কর্মকর্তাদের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ‍্য, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র ৩৯তম সম্মেলন চলতি বছর ২৯, ৩০ ও ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত হবে। এবছরের আয়োজক সংগঠন আটলান্টার সংগঠন বাংলাধারা।

(আইএ/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test