E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নিউ ইয়র্কে ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস

২০২৫ জানুয়ারি ২১ ১৭:৪৯:৩৬
নিউ ইয়র্কে ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস

ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কে এবারে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী-কলাকুশলী। গত শনিবার (১৮ জানুয়ারি) ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসে ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশের  একঝাঁক শিল্পী ও কলা-কুশলী নিউ ইয়র্কে ছুটে আসেন। শো টাইম মিউজিক আয়োজিত ২৪তম আসরে অনুষ্ঠানে ছিল বেশ কিছু নতুন চমক।

নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম মঞ্চে এক এক করে ২৭ জন ভাগ্যবান শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষনা করেন। বাংলাদেশি কণ্ঠশিল্পী অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসের উদীয়মান শিল্পী-কলাকুশলী ও ব্যবসায়ী পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার।

সেরা অভিনেত্রী ওয়েব দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা ওয়েব ফিল্ম মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান, সেরা অ্যাঙ্কর নীল হুরের জাহান, সেরা লোক গায়ক বিন্দু কণা, সেরা লোক গায়ক অ্যাঙ্কন ল্যাসমেন, শ্রেষ্ঠ লালন গায়ক লায়লা,বিশেষ পুরস্কার সঙ্গীত প্রতিক হাসান, বিশেষ পুরস্কার সঙ্গীত সেলিম চৌধুরী, সেরা অভিনেত্রী ২০২৪ থিয়েটার এবং মিডিয়া জেরিন কাশফি রুমা, বিশেষ পুরস্কার বিষয়বস্তু নির্মাতা রবিন রাফান, মেগা সিরিয়ালের সেরা অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্য অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক ইউএসএ শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নওয়াজ, নারী উদ্যোক্তা পুরস্কার ড. শাহজাদী পারভিন,অনুভা শাহীন হোসেন, নারী উদ্যোক্তা পুরস্কার মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার নুরুল আমিন বাবু, নুরুল আজিম ও মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান। সঙ্গীত পরিবেশন করেন পুরুস্কারপ্রাপ্ত শিল্পী-কলাকুশলীরা।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, আমাদের ধারাবাহিকতা রক্ষা করে ঢালিউডের ২৪তম আসর আশানুরুপভাবে সাফল্য করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি সাফল্য করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো তা সার্থক হয়েছে। আগামীতেও বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীরা এভাবে ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। এবারে বিরুপ আবহাওয়া উপেক্ষা করে আশানুরুপ দর্শকের উপস্থিতি ছিল অনুষ্ঠানে। ২৩ বছর ধরে একটি অনুষ্ঠান পরিচালনা করা সহজ কাজ নয়। তবুও আমরা তা করতে পেরেছি। তিনি পৃষ্ঠপোষক ও শিল্পী-কলাকুশলীসহ উপস্থিত দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২৪তম এবারের আসরে যোগ দিয়েছেন। ২৪তম ঢালিউড অ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই রিভারটেল, টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার, ওয়াশিংটন ইউনিভারসিটি সাইনস এন্ড টেকনোলোজি ও আবাসন ব্যবসায়ী নুরুল আজিম।

(আইএ/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test