E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান  

২০২৪ ডিসেম্বর ৩১ ১৭:০৮:৪০
গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান  

ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলা আধুনিক গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান। স্টেজশো, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে কাটছে তার সময়। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এই শিল্পী বলেন, এখন স্টেজশো'র পাশাপাশি মিউজিক ভিডিও নিয়ে বেশি ব্যস্ত। ইতোমধ্যে দু'টি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজ শেষ হয়েছে।

গত ২৬ ডিসেম্বর আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে 'দোতারা বাজায়' শিরোনামে একটা মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। আরেকটি গানের মিউজিক ভিডিও নতুন বছরের জানুয়ারির শেষের দিকে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে 'সং হাব' (Song hub)এ মুক্তি পাবে বলে আশা করেন ত্রিনিয়া। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম করা হয়েছে।

নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী ত্রিনিয়া জানান, সাম্প্রতি দেশে বেশ কিছু অনুষ্ঠানের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যেগুলো জানুয়ারি-ফেব্রুয়ারি দিকে প্রচার হবে। এর মধ্যে অন্যতম অনুষ্ঠান হচ্ছে আরটিভির 'এই রাত তোমার আমার'।

এছাড়াও দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় 'তুমি যেখানে আমি সেখানে' ছায়াছবির প্লেব্যাক গায়িকা হিসেবে তার গান রেকর্ড করা হয়েছে। আরো কয়েকটি ছায়াছবির গান তার হাতে আছে, যা আগামী বছর ২০২৫ সালে দর্শকদের সামনে আস্তে আস্তে আসবে বলে জানান ত্রিনিয়া। তিনি প্রচুর বিজ্ঞাপন এবং নাটকের অফার পেয়েছেন, কিন্তু তিনি আপাতত গান ছাড়া অন্য কোন শিল্পাঙ্গনে কাজ করার পরিকল্পনা করছেন না।

ত্রিনিয়া উত্তর আমেরিকা এবং বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল এবং ব্যস্ততম নারী গায়িকা। সঙ্গীত জগতে অল্প বয়স থেকেই ক্যারিয়ার শুরু করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

২০২১ সালে তার 'অপেক্ষা' শিরোনামের প্রথম একক অ্যালবাম এবং ২০২২ সালে দ্বিতীয় একক অ্যালবাম 'পিরিতের মায়া' প্রকাশ করেন। ২০২৪ সালে তার তৃতীয় একক 'ধূপ ছায়া' এবং চতুর্থ একক 'মন পাখি' প্রকাশিত হয়। একজন প্রতিশ্রুতিশীল গায়িকা হিসেবে ত্রিনিয়ার গানের শৈলী জনসাধারণের মনোযোগ আকর্ষণ করে এবং তাকে আরও বেশি সাড়া ও স্বীকৃতি এনে দেয়।

শিল্পী ত্রিনিয়া হাসান বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাদের পরিবারের প্রায় সবাই গায় গেয়ে থাকেন এবং গানের প্রতি তাদের রয়েছে অনুরাগ।

ত্রিনিয়ার সঙ্গীতে হাত ও গলায়খড়ি তার বাবা জিয়াউল হাসানের কাছ থেকে। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের একজন সঙ্গীত পরিচালক। তার পিতা বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য সঙ্গীত শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরবর্তীতে তিনি বিখ্যাত গায়ক ও সুরকার অনুপ ভট্টাচার্যের কাছ থেকে গান শেখার সুযোগ পান। বর্তমানে তিনি একটি ভারতীয় প্রতিষ্ঠাং'ইন্দুবালা মিউজিক একাডেমি' থেকে গান শিখছেন। কারণ ত্রিনিয়া বিশ্বাস করেন যে সঙ্গীত বিশাল এবং তার এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে।

ত্রিনিয়া বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বিজনেস নিয়ে পড়াশোনা করছেন। তিনি ২০২১ সালে উত্তর আমেরিকার সেরা গায়ক হিসাবে ঢালিউড পুরস্কার পেয়েছেন। এছাড়াও সেরা গায়ক হিসাবে এনআরবি পুরস্কার এনওয়াই ২০২২ টেক্সাস, ওকলাহোমা এবং মিশিগান ইত্যাদি থেকে অন্যান্য পুরস্কার পেয়েছেন ত্রিনিয়া।

(আইএ/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test