E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা

২০২৪ ডিসেম্বর ২৩ ১৭:৫২:৫৫
নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা

ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (২২ ডিসেম্বর) সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি পাতাল (সাবওয়ে) ট্রেনে  এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত এক ব্যক্তিকে  খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, চলন্ত পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছেন। যিনি একটি থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত। এই ঘটনার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। ঘটনাটি ২২ ডিসেম্বর ২০২৪ সালে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে ঘটে।

এনওয়াইপিডি জানিয়েছে, ওই নারী একটি থেমে থাকা 'এফ' ট্রেনের ভেতরে সকাল ৭:৩০ মিনিটে নিথর অবস্থায় বসে ছিলেন। এই সময় অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে এসে একটি লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, আক্রমণের আগে তাদের মধ্যে কোনো কথোপকথন হয়নি এবং তারা পরস্পরকে চিনতেন না বলে মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন। সন্দেহভাজন ব্যক্তি ট্রেন থেকে নেমে যায়, আর স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুনের দিকে দৌড়ে যান। পুলিশ কর্মকর্তারা ট্রেনের ভেতর একজন ব্যক্তিকে পুরোপুরি আগুনে জ্বলতে দেখেন।

অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে পুলিশ আগুন নেভায়। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ওই নারীকে মৃত ঘোষণা করেন। রবিবার পরবর্তী সময়ে সাবওয়ে যাত্রার সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা এখনো ভুক্তভোগীর পরিচয় এবং আক্রমণের কারণ তদন্ত করছে।
নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন যাত্রী চলাচল করে, যেখানে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সাবওয়েতে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৫।

চলতি মাসের শুরুর দিকে, সাবওয়ের আরেকটি ঘটনার রায়ে জুরি ড্যানিয়েল পেনিকে ফৌজদারি অবহেলার কারণে হত্যার অভিযোগ থেকে মুক্তি দেয়। সাবওয়ের ভেতরে জর্ডান নিলি নামে এক গৃহহীন ব্যক্তির মৃত্যু নিয়ে এ মামলা হয়েছিল। নিলি যাত্রীদের দিকে চিৎকার করার সময় পেনি তাকে পেছন থেকে চেপে ধরে কয়েক মিনিট ধরে শ্বাসরোধ করে রাখেন।

(আইএ/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test