কাশ্মীরে হামলা: যুদ্ধে জড়াচ্ছে কি ভারত-পাকিস্তান?
আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলা ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত-পাকিস্তান সম্পর্কে। পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তপ্ত বাক্য বিনিময়ে দীর্ঘদিন পর চরমভাবাপন্ন হয়ে উঠতে দেখা যাচ্ছে দুদেশের বৈরীতা। এরই মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে ভারতের এসব কর্মকাণ্ডকে ‘শিশুসুলভ’ আখ্যা দেওয়ার পাশাপাশি দেশটির কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান।
এমন পরিস্থিতি চির শত্রুভাবাপন্ন দুই দেশের মধ্যে আরও একবার যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। যদিও বর্তমান প্রেক্ষাপটে যেখানে একদিকে বড় দুই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত বিশ্ব, অন্যদিকে চরম বাণিজ্যযুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন ও অবশিষ্ট বিশ্ব, সেখানে ভারত-পাকিস্তান সশস্ত্র যুদ্ধের বাস্তবতা কতটুকু, তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা ঘটে গেছে, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ পর্যটক। এছাড়া, আহত হয়েছেন আরও ১৭ জন। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া দুইজন স্থানীয় বাসিন্দাও রয়েছেন।
ঘটনার খবর পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৩ এপ্রিল) ভোরে বিমানবন্দরে পা রেখেই ঘোষণা দেন, কাশ্মীরে বন্দুক হামলায় জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না।
ওইদিনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মোদি।
নিরাপত্তা কমিটির ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নেন ভারতীয় প্রধানমন্ত্রী। এর মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো সিন্ধু পানিচুক্তি স্থগিত করা। পাকিস্তানের বহু এলাকার কৃষিকাজ এবং পানীয় জলের উৎস হচ্ছে সিন্ধু অববাহিকার নদীগুলো—বিশেষ করে ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও সাতলুজ। পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে। এছাড়া, দুদেশের মধ্যকার প্রধান স্থল সীমান্তআটারি-ওয়াঘা চেকপোস্টও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও এসেছে। যারা সম্প্রতি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন, তাদের ১ মে’র মধ্যে ফিরে যেতে নির্দেশ দিয়েছে ভারত।
পাশাপাশি সব ধরনের ‘সার্ক’ ভিসা বাতিল করে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদেরও এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এছাড়া, ভারতের ইসলামাবাদ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ভারতীয় নিরাপত্তা কমিটির ওই বৈঠকে।
এদিকে ভারতের এসব পদক্ষেপকে ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠকও ডাকা হয়েছে।
ইসহাক দার জানান, এ বৈঠকে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং সাধারণত কেবলমাত্র বড় ধরনের সন্ত্রাসী হামলা বা বহিরাগত হুমকির সময় এই ধরনের বৈঠক ডাকা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
তিনি বলেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না।
এছাড়া কাশ্মীরের সাম্প্রতিক হামলাকে ভারতের ‘ফলস ফ্ল্যাগ (false flag)’ অপারেশন বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। অর্থাৎ তারা দাবি করছে, ভারত নিজেরাই এই হামলা সাজিয়েছে যেন পাকিস্তানের ওপর দোষ চাপানো যায়। এ ব্যাপারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘কখনোই পুরোপুরি অস্বীকার করা যায় না ফলস ফ্ল্যাগের এই সম্ভাবনাকে।’
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান বলছে, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে।
এ অবস্থায় দীর্ঘদিন পর আবারও ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা করছেন অনেকে। অবশ্য, যেখানে এই মূহুর্তে বড় দুই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত বিশ্ব মোড়লেরা, সেখানে নতুন আরেকটি যুদ্ধে দুই দেশ তাদের মিত্রদের কাছ থেকে কতটা সমর্থন পাবে, তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। এছাড়া, ভারত-পাকিস্তান নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে স্বাভাবিকভাবে ফায়দা খোঁজার চেষ্টা করবে চীন। সে দিক বিবেচনায়, যুদ্ধের মতো চরম পরিস্থিতির দিকে ধাবিত হতে চাইবে কি না ভারত, সেটাও ভাবনার বিষয়। অন্যদিকে তৃতীয় কোনও পক্ষ বিশেষ করে মার্কিন কিংবা চীনা সমর্থন ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে চলতে থাকা পাকিস্তানও সশ্রস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো চরম সিদ্ধান্তে উপনীত হবে কি না, সেটাও দেখার বিষয়।
এছাড়া, বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে বিরাজমান অর্থনৈতিক অনিশ্চিয়তা ও সম্ভাব্য বৈশ্বিক মন্দার প্রেক্ষাপটে আরেকটি বড় যুদ্ধ সৃষ্টি করতে পারে ভয়াবহ এক পরিস্থিতি।
(ওএস/এসপি/এপ্রিল ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে হত্যার উদ্দ্যেশে প্রবাসী যুবককে পিটিয়ে আহত
- পঞ্চগড় বৈশাখি লোক নাট্যোৎসবে দ্বিতীয় দিনের পালা 'বাবার শেষ বিয়ে'
- কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটির অভিষেক
- অস্ত্রের মুখে ৩ লক্ষ টাকাসহ ১০ ভরি স্বর্ণালংকার লুট, আহত ৩
- ‘ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না’
- ‘দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
- ‘নির্বাচনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না’
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- আন্দোলনের মুখে জামিন পেলেন সাতক্ষীরার সাংবাদিক রোকনুজ্জামান টিপু
- কাপ্তাইয়ে রিজার্ভ ফরেস্টে করাতকল স্থাপনে বন উজাড়, বিপদগ্রস্ত পাহাড়
- রাজধানীর একটি সমবায় সমিতির দখল নিতে মরিয়া দুর্বৃত্তরা
- শিক্ষা উপদেষ্টাকে নিয়ে বৈষম্যবিরোধী এক নেতার ক্ষোভ প্রকাশ
- আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক বাবু
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ শুরু হলো অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং
- ম্যালেরিয়া রোগ নিয়ে আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা
- বাগেরহাটে মুক্তিপনের দাবিতে আটক তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার
- তন্ময়সহ শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- কাশ্মীরে হামলায় চিহ্নিত ৩ জনের নাম প্রকাশ
- ২০০ বছরের স্বপ্ন পূরণ, বিষ্ণুপুরে প্রথমবারের মতো রাস্তা নির্মাণ
- একটি সেতুই অভাবে দুর্ভোগ চরমে
- রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক মর্যাদার দাবিতে মানববন্ধন
- জামালপুরে ৫ দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর
- রেমিট্যান্স যোদ্ধাদের ভয়ভীতি নয়, স্বস্তির বার্তা দিন
- পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা
- স্বাধীনতার ৫৪ বছরে দেশের স্বাস্থ্য সেবার সফলতা ও ব্যর্থতা
- ৫০ বছর পূর্তিতে চট্টগ্রামে গাইবে সোলস
- ‘অনেক ক্ষতচিহ্নের দাগ থাকে না’
- দাগি চলছে অস্ট্রেলিয়ায়, বরবাদ ও জংলিও যাচ্ছে বিদেশে
- কাপাসিয়ার নির্যাতিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- দিনাজপুরে পাঁচ সহস্রাধিক পরিবারের ঈদ উদযাপন
- সফল উদ্যোক্তা জাসমা আজমের গল্প
- সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৫ হাজার টাকা ছাড়ালো
- মাকে অপমান করায় ম্যানচেস্টারের বাড়ি বিক্রি করে দিচ্ছেন ফোডেন
- ‘ঈদের লম্বা ছুটিতেও অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না’
- ১৭ মার্চ
- ব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ ওয়ালটনের
- ইসরায়েলসহ বিদেশি মিডিয়ায় বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’
- তিন বছরের মধ্যে ডলারের মান সর্বনিম্ন
- ‘আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই’
- ‘বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন’
- ‘গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি’
২৪ এপ্রিল ২০২৫
- কাশ্মীরে হামলায় চিহ্নিত ৩ জনের নাম প্রকাশ
- পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত
- কাশ্মীরে হামলা: যুদ্ধে জড়াচ্ছে কি ভারত-পাকিস্তান?