E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিউক্লিয়ার বিষয়ে উচ্চশিক্ষার জন্য ৭০ তুর্কি গ্রাজুয়েটকে রুশ বৃত্তি প্রদান

২০২৫ এপ্রিল ২১ ১৭:৫০:৩৬
নিউক্লিয়ার বিষয়ে উচ্চশিক্ষার জন্য ৭০ তুর্কি গ্রাজুয়েটকে রুশ বৃত্তি প্রদান

বিশেষ সংবাদদাতা : রাশিয়ার বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স কোর্সে অধ্যায়নের জন্য ৭০ জন তুর্কি গ্রাজুয়েটকে বৃত্তি দিচ্ছে আকুইয়ু নিউক্লিয়ার। উল্লেখ্য, রসাটমের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকুইয়ু নিউক্লিয়ার’ তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে এবং এর মালিকানাও তাদের অধীনে। অনলাইন টেস্টের মাধ্যমে রুশ বিশ্ববিদ্যালয়গুলো এই ৭০ জন গ্রাজুয়েটকে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত করে। রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে বৃত্তি প্রদানের খবর জানিয়েছে।

এসকল তুর্কি শিক্ষার্থীরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় বিষয় ভিত্তিক উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন। নিউক্লিয়ার ফিজিক্স এন্ড টেকনোলোজি, হীট পাওয়ার ইঞ্জিনিয়ারিং এন্ড হীট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, লাইফ সাপোর্ট সিস্টেমসহ অন্যান্য বিষয়ে মাস্টার্স কোর্সের অধীনে তুর্কি শিক্ষার্থীরা অধ্যয়ন করবেন।

নতুন নতুন ক্ষেত্রে প্রশিক্ষণ চাহিদা বিবেচনায় এবছর এই প্রশিক্ষণ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও দু’টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর পূর্বে রাশিয়ার জাতীয় পরমাণু গবেষণা বিশ্ববিদ্যালয় (মেফি) এবং জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয় (গচঊও) তুর্কীদের জন্য এই উচ্চশিক্ষা প্রোগ্রাম পরিচালনা করে আসছিল।

২০১১ সালে তুরস্কের আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জনশক্তি তৈরির লক্ষ্যে এই উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচী হাতে নেয়া হয়। রুশ সরকারের বাজেট থেকে বৃত্তির অর্থায়ন করা হয়ে থাকে। এর অধীনে শিক্ষার্থীরা স্টাইপেন্ড, ভিসা সহায়তা, মেডিক্যাল বীমা, তুরস্কে আসা-যাওয়ার জন্য বাৎসরিক এয়ার টিকিটসহ অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। পড়াশোনা শেষে আকুইয়ু এনপিপি’তে তাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে।

অনুরূপ একটি আন্তঃসরকারী চুক্তির অধীনে কয়েক শত বাংলাদেশী শিক্ষার্থী ও বিশেষজ্ঞ রাশিয়ার বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার বিষয়ে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেছেন। এদের মধ্যে অধিকাংশই বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত হয়েছেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test