E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পোপ ফ্রান্সিস মারা গেছেন

২০২৫ এপ্রিল ২১ ১৪:৫৮:৩৬
পোপ ফ্রান্সিস মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাটিকান এক ভিডিও বিবৃতিতে জানিয়েছে, রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও বেরগোলিও। পোপ হওয়ার আগে ফ্রান্সিস আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের আর্চবিশপ ছিলেন এবং কার্ডিনাল পদে অধিষ্ঠিত হন ২০০১ সালে। তার পরিচিতি ছিল একজন বিনয়ী, সাধারণ জীবনধারার ধর্মীয় নেতা হিসেবে।

২০১৩ সালের মার্চে পোপ বেনেডিক্ট ষোল-এর পদত্যাগের পর অনুষ্ঠিত কনক্লেভে (পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের গোপন বৈঠক) জর্জ বেরগোলিও পোপ নির্বাচিত হন।

পোপ ফ্রান্সিস ইতিহাসে স্মরণীয় থাকবেন একজন মানবিক, সহানুভূতিশীল এবং সংস্কারক পোপ হিসেবে, যিনি বিশ্বাসের গণ্ডি পেরিয়ে মানবতার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।

পোপ ফ্রান্সিস সবসময়ই শান্তি ও সংলাপের পক্ষে কথা বলেছেন, বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রসঙ্গে। তিনি বারবার ‘দুই রাষ্ট্র সমাধান’— অর্থাৎ, ইসরায়েল ও ফিলিস্তিন উভয়েরই আলাদা স্বাধীন রাষ্ট্র থাকা উচিত — এই অবস্থানকে সমর্থন করেছেন।

দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার পর পোপ ফ্রান্সিস মারা গেলেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীরা এবং অসংখ্য ধর্মপ্রাণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test