E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হিন্দি-উর্দু মৌলিকভাবে একই ভাষা, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই

২০২৫ এপ্রিল ১৭ ০০:২৩:৫৯
হিন্দি-উর্দু মৌলিকভাবে একই ভাষা, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছেন হিন্দি ও উর্দু মূলত একই ভাষা। এই দুই ভাষার সঙ্গে ধর্মীয় পরিচয়ের যে দীর্ঘদিনের ভুল ধারণা রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ হিন্দিকে হিন্দুদের ভাষা ও উর্দুকে মুসলমানদের ভাষা হিসেবে বিবেচনা করার যে রীতি তা আসলে ঠিক নয়।

আদালত এমন ধারণাকে বাস্তবতা থেকে দুঃখজনক বিচ্যুতি বলে অভিহিত করেছেন।

বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিনোদ চন্দ্রনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায়ে বলেন, ভাষা কেবল একটি যোগাযোগের মাধ্যম, ধর্মীয় পরিচয়ের প্রতিফলন নয়।

মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুর পৌরসভার নতুন ভবনের সাইনবোর্ডে উর্দু ভাষার ব্যবহারকে চ্যালেঞ্জ করে মামলাটি দায়ের করা হয়েছিল।

সাইনবোর্ডে মারাঠি ও উর্দু ভাষায় ‌‌‌‌‌পৌরসভা, পাতুর লেখা ছিল, যা এক সাবেক পৌর সদস্য ‘ভুল’ বলে দাবি করেন। তার যুক্তি ছিল, মারাঠি মহারাষ্ট্রের সরকারি ভাষা, ফলে উর্দুর ব্যবহার অনুচিত।

আদালত এই দাবি খারিজ করে জানায়, উর্দু কোনো বিদেশি ভাষা নয়। এটি ভারতের মাটিতেই জন্ম নিয়েছে, এবং বিকশিত হয়েছে । আদালত বলেন, যখন আমরা উর্দুকে সমালোচনা করি, তখন আমরা একভাবে হিন্দিকেও সমালোচনা করি।

রায়ে বলা হয় ভাষাকে আলাদা করে তোলে তার বাক্যগঠন, ব্যাকরণ ও ধ্বনিগত গঠন। এই তিনটি দিকেই হিন্দি ও উর্দুর মধ্যে ব্যাপক মিল রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

(ওএস/এএস/এপ্রিল ১৭, ২০২৫)


পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test