E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত ৩৭

২০২৫ মার্চ ৩১ ০৯:৫৯:০১
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে দুইজন নিহত এবং বাকি ৩৫জন আহত হয়েছেন। এর জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা হয়। পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

দেশটির কর্মকর্তারা জানান, রাশিয়ার ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতালসহ আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে জানিয়ে খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেন, এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিকস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ড্রোন হামলায় আহতদের মধ্যে একজন ২২ বছর বয়সী অ্যান্টন জানান, তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় ড্রোন থেকে তার দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে। এ ঘটনায় তার বাঁ হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে।

৬৫টি ড্রোন ভূপাতিত ও ৩৫টি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে দাবি করে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, খারকিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test