E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৯২১ ফিলিস্তিনি নিহত

২০২৫ মার্চ ২৯ ১৮:০৪:৩২
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৯২১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজা ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে গত ১৮ মার্চ নতুন করে হামলা শুরু করার পর থেকে গত ১১ দিনে ৯২১ ফিলিস্তিনি নিহত এবং ২,০৫৪ জন আহত হয়েছেন। আজ শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। কর্তৃপক্ষ বলেছে, হাজারো ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহত হয়েছেন। তাদেরকেও মৃতের সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘ ১৫ মাস ধরে আগ্রাসন চালানোর পর চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়। কারণ, দখলদার ইসরায়েল গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাদের পক্ষে হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি এবং ইসরায়েল বন্দিদের মুক্ত করতেও ব্যর্থ হয়েছে। যদিও ৪২ দিনব্যাপী এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল বারবার চুক্তি লঙ্ঘন করেছে। চুক্তির প্রথম ধাপ গত ১ মার্চ শেষ হওয়ার পরও তারা দ্বিতীয় ধাপে আলোচনায় অংশ নিচ্ছে না। উলটো গত ১৮ মার্চ থেকে নিরীহ গাজাবাসীর ওপর নতুন করে হামলা শুরু করেছে।

হামাসের অভিযোগ, যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আলোচনার জন্য মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালাচ্ছে, তা বিপন্ন করছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি হামলার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৬ মার্চ) তিনি আবারও হুমকি দিয়েছেন যে হামাস বাকি জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকা দখল করা হবে।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test