E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রুশ নিউক্লিয়ার আইসব্রেকারের চুল্লীর সংযোজন কাজ শুরু

২০২৫ মার্চ ১৩ ১৭:৩৮:২৪
রুশ নিউক্লিয়ার আইসব্রেকারের চুল্লীর সংযোজন কাজ শুরু

বিশেষ প্রতিনিধি : রাশিয়ার ইউনিভার্সাল নিউক্লিয়ার আইসব্রেকার লেলিনগ্রাদ এর জন্য  RITM- ২০০ রিয়্যাক্টর ভসেলেরে সংযোজন কাজ শুরু হয়েছে। রাশিয়ার ২২২২০ র্শীষক প্রকল্পের অধীনে লেলিনগ্রাদ পঞ্চম আইসব্রেকার যেটি নর্দান  সীরুটে চলাচল করব। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

২২২২০ প্রকল্পের অধীনে সকল নিউক্লিয়ার আইসব্রকোরগুলোতে দু’টি করে RITM- ২০০ চুল্লী রয়েছে। যার প্রতিটির তাপ উৎপাদন ক্ষমতা ১৭৫ মেগাওয়াট। এই আইসব্রেকারগুলোকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। এগুলো ৩ মিটার পুরু বরফ কেটে ২২ নটিক্যাল মাইল র্পযন্ত গতিতে চলাচলে সক্ষম।

প্রকল্প ২২২২০ এর অধীনে ইতোমধ্যে দশটি RITM- ২০০ রিয়্যাক্টর তৈরী করা হয়েছে এবং আরও আটটি নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এগুলো নিউক্লিয়ার আইসব্রেকার ছাড়াও ভাসমান বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে।

নর্দান সীরুট বা উত্তর সমূদ্রপথ পশ্চিম ইউরেশিয়া এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সংযুক্তকারী সবচেয়ে সংক্ষপ্তি শিপিং রুট । এর দৈর্ঘ্য প্রায় ৫,৬০০ কি:মি:। এই সমূদ্র পথ বরাবর রাশিয়ার আরকটিক অঞ্চলে ৬টি সমূদ্রবন্দর অবস্থতি । ২০২৪ সালে এই রুটে রেকর্ড ৩৭.৯ মলিয়িন টন কার্গো পরিবহণ করা হয়েছে।

উত্তর সমূদ্র পথের অবকাঠামোর অপারটের হিসেবে রুশ সরকার দেশটির পরমাণু শক্তি সংস্থা রসাটমকে দায়িত্ব প্রদান করেছে। ‘উত্তর সমূদ্র পথের উন্নয়ন’ শীর্ষক ফেডারলে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম দেখভাল করার দায়িত্ব পালন করছে রসাটম।

(এসকেকে/এসপি/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test