E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রসাটমের সহায়তায় রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপন

২০২৫ মার্চ ০৯ ১৮:০৯:৪৯
রসাটমের সহায়তায় রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপন

বিশেষ প্রতিনিধি : রাশিয়ার বিখ্যাত ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (মেফি) তে একটি রিজেনারেটিভ টেকনোলোজি ও টিস্যু ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি স্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম। বায়োমেডিক্যাল গবেষণা এবং ভবিষ্যৎ পেশাদারদের প্রশিক্ষণে এই ল্যাবরেটরিটি কাজ করবে। এছাড়াও, এখানে রোগীর দেহের কোষ ব্যবহার করে শরীরের সঙ্গে সঙ্গতিপূর্ণ রক্তনালী তৈরী করা হবে। রসাটম বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত বায়োফেব্রিকেটর মাইক্রো লেভেলে কোষের বৃদ্ধিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। রসাটমের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপনের খবর জানিয়েছে।

৫ মার্চ ২০২৫ একটি অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবরেটরিটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেফি’র বিশ্ববিদ্যালয়ের রেক্টর ভ্লাদিমির শেভচেঙ্কা, রসাটমের নিউ বিজনেস সাপোর্ট বিভাগের পরিচালক দিমিত্রি বাইদারভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ভবিষ্যৎ প্রযুক্তিবিদদের প্রশিক্ষণে আন্তঃডিসিপ্লিন উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ভ্লাদিমির শেভভাঙ্কা বলেন, “গত কয়েক দশকে বায়োমেডিসিন এবং লাইফ সায়েন্সে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তার ফলশ্রুতিতেই ফিজিক্যাল গবেষণা টেকনিক, রোগ নির্নয় সরঞ্জাম এবং বিশ্লেষণী পদ্ধতিগুলর মধ্যে সমন্বয় সাধন সম্ভব হয়েছে। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে এমআরআই ও লেজারসহ বিভিন্ন হাই-প্রেসিশন ডিভাইস। বর্তমানে যেসকল রোগ নিরাময় অযোগ্য বলে বিবেচিত হচ্ছে, আশাকরি এই ল্যাবরেটরি সেই সকল রোগের মোকাবিলায় নতুন ধারণা ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

দিমিত্রি বাইদারভ তার বক্তব্যে মত প্রকাশ করেন যে, যত দ্রুত বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন করবে, তত তাড়াতাড়ি এজাতীয় ল্যাবরেটরিগুলোর ফল দিতে শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে বক্তারা নিউক্লিয়ার মেডিসিন এবং বায়োটেকনোলজির উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

(এসকেকে/এসপি/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test