E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

৩ জিম্মিকে ছাড়ল হামাস, ১৮৩ ফিলিস্তিনি মুক্ত

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:৫৬:৩৭
৩ জিম্মিকে ছাড়ল হামাস, ১৮৩ ফিলিস্তিনি মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। অন্যদিকে ইসরায়েল ১৮৩ বন্দিকে মুক্তি দিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই বন্দি বিনিময় হলো।

হামাসের মুক্তি দেওয়া তিন ইসরায়েলির নাম এলি শারাবি, ওহাদ বেন অ্যামি ও ওর লেভি। শনিবার সকালে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়, এরপর তারা ইসরায়েলে পরিবারের সঙ্গে মিলিত হন।

তাদের সুস্থতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী শরাবির পরিবার জানিয়েছে, তার দুর্বল ও কঙ্কালসার চেহারা দেখে তারা হতবাক হয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের মুক্তির পর অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় উচ্ছ্বাস-উদযাপনের দৃশ্য দেখা যায়। প্রতিনিধিরা জানান, মুক্তিপ্রাপ্ত সবারই চিকিৎসা সেবার প্রয়োজন, তবে বিস্তারিত কিছু জানাননি।

এ পর্যন্ত হামাস কয়েক দফায় ২১ জিম্মিকে মুক্তি দিয়েছে। আর ইসরায়েল মুক্তি দিয়েছে ৫৬৬ বন্দিকে। গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।

তিন সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হলে ৩৩ ইসরায়েলি জিম্মি এবং এক হাজার ৯০০ ফিলিস্তিনির মুক্তির কথা রয়েছে। ইসরায়েল বলছে, তালিকায় থাকা ৩৩ জনের মধ্যে আটজন ইতিমধ্যেই মারা গেছেন।

শনিবার যে ১৮৩ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে ৭০ জনের মতো যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদি কারাদণ্ড ভোগ করছিলেন। ১১১ জন যুদ্ধের সময় আটক হয়েছিলেন। এই দফায় মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনকে দেশান্তরিত করা হবে।

ফিলিস্তিনি বন্দিদের অধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানায়, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে রামাল্লার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test