E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মেক্সিকোতে যাত্রীবাহী বাস পুড়ে ছাই, নিহত ৪১

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:৫৪:৩১
মেক্সিকোতে যাত্রীবাহী বাস পুড়ে ছাই, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সরকার। খবর বিবিসির।

দুর্ঘটনার পরবর্তী সময়ে তোলা ছবিতে দেখা যায়, বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শনিবার ভোরে এসকারসেগা নামে একটি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্যুর’স আকোস্টা জানায়, বাসটি ক্যানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। পথে এটি একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রতিষ্ঠানটি ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ট্যুর’স আকোস্টা বলেছে, পাবলিক মিনিস্ট্রি তাদের জানিয়েছে যে এই দুর্ঘটনার তদন্ত ক্যামপ্যাচের ক্যান্ডেলারিয়া প্রসিকিউটর অফিসে হবে। তাই যাত্রীদের স্বজনদের প্রয়োজনীয় কাজের জন্য সেখানে যেতে হবে।

তাবাসকো রাজ্য সরকার জানায়, উদ্ধারকাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রচেষ্টা চলছে।

তাবাসকো রাজ্য সরকারের কর্মকর্তা রামিরো লোপেজ জানান, ঠিক কতজন নিহত হয়েছেন এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য স্থানীয় সময় শনিবার রাতে জানানো হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test