E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চীনা পণ্যের ওপর মাসুল বসাবে ট্রাম্প

২০২৫ জানুয়ারি ২২ ১৭:৫২:৪৯
চীনা পণ্যের ওপর মাসুল বসাবে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারি থেকে চীনের পণ্যের ওপর মাসুল বসানোর চিন্তাভাবনা চলছে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইইইউ’র ওপরেও মাসুল বসানোর হুমকি দিলেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে চীনের পণ্যের উপর ১০ শতাংশ হারে শাস্তিমূলক মাসুল বসানো নিয়ে প্রশাসন চিন্তাভাবনা করছে। কারণ, চীন থেকে মেক্সিকো ও কানাডা হয়ে ফেন্টানিল যুক্তরাষ্ট্রে ঢুকছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মাসুল বসানোর কথা জানিয়েছেন।

প্রচারের সময় তিনি অবশ্য বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর কোনো সময় নষ্ট না করে তিনি এই মাসুল বসাবেন। তবে এবার তিনি ১ ফেব্রুয়ারি থেকে চীনের উপর মাসুল চালু করার কথা বললেন। তিনি ইতোমধ্যেই মেক্সিকো ও কানাডার উপর ২৫ শতাংশ হারে মাসুল বসানোর কথা বলেছেন।

ট্রাম্প জানান, ইইউ ও আরো কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-বৈষম্য আছে। তাই ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুবই খারাপ মনোভাব দেখাচ্ছে। এসব বিষয় বিবেচনা করে তাদের উপর মাসুল বসবে। এভাবেই আপনারা ন্যায় পেতে পারেন।

ট্রাম্প সোমবার জানিয়েছিলেন, কানাডা ও মেক্সিকো যদি বেআইনি অভিবাসীদের আমেরিকায় আসা এবং চীন থেকে ফেন্টানিল আসা বন্ধ না করে, তাহলে তাদের উপরেও মাসুল বসানো হবে।

হোয়াইট হাউসের বাণিজ্য সংক্রান্ত পরামর্শদাতা পিটার নাভারো মঙ্গলবার সিএনবিসিকে বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর ট্রাম্পের মাসুল বসানোর হুমকির কারণ আসলে তাদের চাপে রাখা। যাতে তারা বেআইনি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ করে। বেশি পরিমাণ ফেন্টানিলের ফলে প্রতিদিন তিনশর মতো মানুষ মারা যান।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ভিডিও কলে কথা হলো। ট্রাম্পের শপথ গ্রহণের পরের দিনই এই ভিডিও কলে আলোচনা করে তারা জানালেন, দুই দেশ তাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।

(ওএস/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test