E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘অবিভক্ত ভারতে’ পাকিস্তান-বাংলাদেশকে আমন্ত্রণ জানালো দিল্লি

২০২৫ জানুয়ারি ১০ ১৩:৩২:৫৭
‘অবিভক্ত ভারতে’ পাকিস্তান-বাংলাদেশকে আমন্ত্রণ জানালো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ‘অবিভক্ত ভারত’ শীর্ষক একটি সেমিনারে আয়োজন করতে যাচ্ছে দিল্লি। আর সেখানে পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।

জানা গেছে, ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই সেমিনার আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষেই এই উদ্যোগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘অবিভক্ত ভারত’ সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনো এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেনি। বর্তমান পরিস্থিতি বিবেচনা বিশ্লেষকেরা বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহনের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সব দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।

১৮৬৪ সালে কলকাতার ঘূর্ণিঝড়, ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরেই ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাত আইএমডি।

তথ্যসূত্র : এনডিটিভি, পিটিআই

(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test