E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

২০২৫ জানুয়ারি ০৬ ১২:৪৯:১২
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষার ঝড় আঘাত হেনেছে। আবহাওয়াবিদরা এ বিষয়ে দেশটির সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করে সতর্কবার্তা দিয়েছেন।

সতর্কবার্তায় তারা বলেছেন দেশটির পূর্বাঞ্চলে ৬ কোটিরও বেশি মানুষ তুষারঝড়ের মুখোমুখি হবে এবং কিছু এলাকায় এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।

রবিবার (৫ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা কেন্দ্র সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোতে বরফ, তুষারপাত এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে।

এছাড়া কেনটাকি, মিসৌরি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার আমেরিকার পূর্বাঞ্চলীয় অর্ধেক অঞ্চল আর্কটিক বায়ুর গভীর বরফে ডুবে যাবে, যার ফলে ভ্রমণে তীব্র ব্যাঘাত ঘটবে। এ বিপজ্জনক ঝড়ের কারণে ৬ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

অপরদিকে, পশ্চিম কানসাস থেকে মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়া উপকূলীয় রাজ্যগুলোতে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

এনডব্লিউএস তার সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত শীতকালীন ঝড়ে ব্যাপক তুষারপাত হবে।

সংস্থাটি সতর্কবার্তায় বলেছে, উত্তর-পূর্ব কানসাস থেকে উত্তর-মধ্য মিসৌরি পর্যন্ত অঞ্চলে এক দশকের সবচেয়ে ভারী তুষারপাত দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার বিপর্যয় ক্রমশ তীব্র হয়ে উঠছে

তথ্যসূত্র : আল-জাজিরা

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test