E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স বাস্তবায়ন করছে রসাটম

২০২৫ জানুয়ারি ০৩ ১৭:১৮:৫৯
চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স বাস্তবায়ন করছে রসাটম

বিশেষ প্রতিনিধি : রাশিয়ার টমস্ অঞ্চলে নির্মিত হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি পরীক্ষামূলক পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স। রসাটমের পরমাণু জ্বালানী বিভাগের অন্তর্ভুক্ত সাইবেরিয়া কেমিক্যাল কম্বাইনের সাইটে ‘পাইলট ডেমন্সট্রেশন এনার্জী কমপ্লেক্স’ (PDEC) বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই কমপ্লেক্সে তিনটি পারষ্পরিক সংযুক্ত স্থাপনা থাকবে, যার মধ্যে রয়েছে ডেনস্ নাইট্রাইড ইউরেনিয়াম-প্লুটোনিয়াম পারমাণবিক জ্বালানী উৎপাদন কারখানা, চতুর্থ প্রজন্মের লেড কুল্যান্ট ভিত্তিক ফাস্ট নিউট্রন রিয়্যাক্টর ব্রেস্ট-ওডি-৩০০ (BREST-OD-300) এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানী পুনঃপ্রক্রিয়াজাতকারী কারখানা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স বাস্তবায়নের খবর জানিয়েছে।

রসাটম বলছে, বিশ্বে প্রথমবারের মতো কোনও একক সাইটে একই সঙ্গে নির্মিত হচ্ছে ক্লোজড ফুয়েল সাইকেলসহ ফাস্ট রিয়্যাক্টর। এখানে ব্যবহৃত জ্বলানী পুনঃপ্রক্রিয়াজাত করে নতুন জ্বালানী তৈরি হবে। এর ফলে, এই বিদ্যুৎকেন্দ্রটি বাইরের কোনও জ্বালানী উৎসের ওপর নির্ভরশীল থাকবে না বললেই চলে।

যুগান্তকারী এই কমপ্লেক্সে প্রথম স্থাপনাটি, অর্থাৎ ব্রেস্ট-ওডি-৩০০ ফাস্ট নিউট্রন রিয়্যাক্টরের জন্য জ্বালানী তৈরির কারখানা ইতোমধ্যেই চালু করা হয়েছে। কারখানাটি ইতোমধ্যে ইউরেনিয়াম নাইট্রাইড জ্বালানী পীলেট থেকে রিয়্যাক্টরের জন্য উপযুক্ত জ্বালানীর ডামি তৈরী করতে সক্ষম হয়েছে। প্লুটোনিয়াম ব্যবহারের ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন পেলে, শুরু হবে মিক্সড ডেন্স নাইট্রাইড ইউরেনিয়াম-প্লুটোনিয়াম (MNUP) জ্বালানীর উৎপাদন। রিয়্যাক্টরে লোড করার পূর্বে দুই শতাধিক MNUP জ্বালানী বান্ডেল তৈরী করার পরিকল্পনা করা হয়েছে।

নতুন এই MNUP জ্বালানী তৈরীর জন্য রুশ বিজ্ঞানীরা একটি অনন্য প্রযুক্তি উদ্ভাবন করেছেন বলে তারা মনে করেন। পরীক্ষামূলকভাবে এই জ্বালানী এলিমেন্টগুলো BOR-৬০ ফাস্ট গবেষণা রিয়্যাক্টর এবং বেলাইয়ার্স্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের BN-৬০০ ফাস্ট রিয়্যাক্টরে ব্যবহার করে সফলতা পাওয়া গেছে।

রসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, তারা চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সারা বিশ্বে সবার থেকে এগিয়ে আছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সংজ্ঞা অনুযায়ী এই প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো জ্বালানী কাঁচামাল ব্যবহারে অধিকতর দক্ষ, পরিচালনার ক্ষেত্রে অধিক নিরাপদ এবং অনেক কম পারমাণবিক বর্জ্য উৎপাদন করে। রসাটমের PDEC প্রকল্পটিতে যে প্রযুক্তিগত সমাধান ব্যবহৃত হবে তা এসকল নীতির পরিপূর্ণ প্রতিফলন ঘটাবে।

ব্রেস্ট-ওডি-৩০০ হবে বিশ্বের প্রথম লীড কুল্যান্ট ভিত্তিক ফাস্ট রিয়্যাক্টর, যার স্থাপত্য তথাকথিত প্রাকৃতিক নিরাপত্তা ভিত্তির ওপর গড়ে উঠেছে। MNUP জ্বালানী ব্যবহারের ফলে রিয়্যাক্টরের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত হবে। এই জ্বালানী তৈরিতে ব্যবহৃত হবে পারমাণবিক জ্বালানী চক্রে বাই প্রোডাক্ট হিসেবে প্রাপ্ত ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম। এগুলো ডীপ্লিটিড ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম। এই রিয়্যাক্টরে পুনঃপ্রক্রিয়াজাত করার মাধ্যমে ইতোমধ্যে ব্যবহৃত জ্বালানী এসেম্বলী থেকে প্রাপ্ত নতুন জ্বালানী ব্যবহৃত হবে। অতএব, ব্যবহৃত জ্বালানী সংরক্ষণের প্রয়োজনীয়তা থাকবে না, পারমাণবিক বর্জ্য উৎপাদনের পরিমান এবং এর তেজস্ক্রিয়তা তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পাবে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test