E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত

২০২৪ ডিসেম্বর ২২ ১৩:১৬:২০
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসীদের হামলায় ১৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, গত ২১ ডিসেম্বর রাতে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার মাকিন এলাকায় সন্ত্রাসীরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালায়। সেনা সদস্যরা সাহসিকতার সঙ্গে ওই হামলা প্রতিহত করেন। সংঘর্ষে আট সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় ১৬ জন সেনা সদস্যও প্রাণ হারান।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের সাহসী সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অসামান্য সাহসিকতা দেখিয়েছেন। সমগ্র জাতি তাদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রী নিহত সেনা সদস্যদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের জন্য প্রার্থনা করেন এবং দেশের সুরক্ষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।

এর আগে, গত ডিসেম্বর ১৯-২০ ডিসেম্বর রাতে খাইবার জেলায় পাকিস্তান-আফগান সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে গিয়ে এক সেনা সদস্য নিহত হন। এসময় প্রাণ হারায় চার সন্ত্রাসীও।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের প্রথম তিন ত্রৈমাসিকে সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে মোট ১ হাজার ৫৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে।

তথ্যসূত্র : ডন

(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test