E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিলো যুক্তরাষ্ট্র

২০২৪ নভেম্বর ২১ ১৩:৫৮:১১
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটি হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের ১৪ দেশ। খবর আল জাজিরার।

ক্রিস হেজেস নামের এক রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক বলেছেন, যুক্তরাষ্ট্র গাজার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ প্রস্তাবে ভেটো দিয়েছে কারণ তারা এ ধরনের সম্ভাব্য যুদ্ধবিরতিকে স্থায়ী বলে মনে করে না।

ওমর বাদ্দার নামের একজন রাজনৈতিক বিশ্লেষক আল জাজিরাকে বলেছেন যে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার বিষয়টি নিশ্চিত করে যে, যুদ্ধ শেষ করার জন্য বাইডেন প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আদৌও সত্যি নয়।

তিনি এই ভেটো দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে উল্লেখ করেছেন যে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন আমেরিকান নীতিকে আরও ফিলিস্তিনবিরোধী করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ট্রাম্প যাদের নিয়োগ দিয়েছেন তারা সবাই কট্টরপন্থি বা চরমপন্থি হিসেবে পরিচিত।

এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন বেইত লাহিয়া এলাকার কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং ২২ জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরের বেইত লাহিয়ায় একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ইসরায়েল। এতে ৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এছাড়া গাজা সিটির শেইখ রাদওয়ান এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে কাজ করছে।

অপরদিকে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন দূত আমোস হোচস্টেইনের পরিকল্পিত বৈঠকের আগে ইসরায়েলের সঙ্গে যে কোনো চুক্তিতে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং লেবাননের সার্বভৌমত্বের সুরক্ষা দাবি করেছেন।

(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test